ePaper

গাইবান্ধায় স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ এলজিইডির রাস্তা রিপিয়ারিং কাজে অনিয়মের অভিযোগ

গাইবান্ধা প্রতিনিধি।

স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ এলজিইডির গাইবান্ধা সদরের গাইবান্ধা টু লক্ষিপুর যাতায়াতের একমাত্র ব্যস্ততম

রাস্তাটি নানা অনিয়মের মধ্যদিয়ে মেরামত ও সংস্কারের কাজ করা হচ্ছে। উক্ত সংস্কার কাজে কুপতলা হতে লক্ষীপুর পযর্ন্ত রাস্তার কার্পেটিং গুলো তুলে উক্ত রাস্তার দু’পার্শ্বে ও পুকুরে ফেলে দেয়া হয়। এমন অভিযোগের প্রেক্ষিতে সাবেক গাইবান্ধা নির্বাহী প্রকৌশলী মোঃ ছাবিউল ইসলামকে অবগত করা হলে তিনি সরেজমিনে গিয়ে দেখেন এবং সংশ্লিষ্ট ঠিকাদারকে উক্ত রাস্তার দুই ধারে ফেলে দেওয়া কার্পেটিং গুলো তুলে রাস্তায় দেয়ার নির্দেশ দেন। আকর্ষীক কারণে তিনি সাময়িক বরখাস্ত হলে পরবর্তীতে দায়িত্বরত

গাইবান্ধা সদর উপজেলা প্রকৌশলী মোঃ বাবলু মিয়ার নিকট মৌখিকভাবে অবগত করা হয়। তিনি প্রতিনিধিকে জানান

নিয়মানুযায়ী রাস্তায় কার্পেটিং গুলি হালচাষ করার কথা। তিনি আরও বলেন আমি ঐ রাস্তার ভিডিও পেয়েছি উক্ত রাস্তা তদারকির দায়িত্বে থাকা উপ-সহকারী প্রকৌশলীর নিকট অবগত করা হয়েছে। রাস্তার দু’পার্শ্বে ও পুকুরে ফেলে দেয়া সমস্ত কার্পেটিং তুলে পূণরায় রাস্তায় হালচাষ /ভেঙে দেয়ার আশ্বাস দিলেও তদারকির দায়িত্বে থাকা উপ-সহকারী দায়িত্ব অবহেলা, অনিহা ও ঠিকাদারের যোগসাজশে তা করা হয়নি। বরং এ রাস্তায় নিম্নমানের রাবিশযুক্ত খোঁয়া ফেলানো হয়। যা সরেজমিনে পরিদর্শন ও ল্যাবটেষ্টের মাধ্যমে বেড়িয়ে আসবে থলের বিড়াল। তাই রাস্তার দু’পার্শ্বে ও পুকুরে ফেলে দেয়া পুরাতন কার্পেটিং গুলির হদিস/তথ্য উদ্ধারসহ সমস্ত কার্পেটিং তুলে রাস্তায় না দেয়া পর্যন্ত মেরামত ও সংস্কার কাজ স্থগিত করে ঠিকাদারের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্হা নেয়া জোরদাবী জানান গাইবান্ধা জেলা প্রেসক্লাব এর সভাপতি হাবিবুর রহমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *