ePaper

গাইবান্ধায় মাসব্যাপী বৃক্ষরোপণ অভিযান-২০২৫ উদ্বোধন

গাইবান্ধা প্রতিনিধি

“গাছ লাগান পরিবেশ বাঁচান” এ প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধায় মাসব্যাপী বৃক্ষরোপণ অভিযান-২০২৫ উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার সকাল ১০ টার দিকে সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের শিক্ষা প্রতিষ্ঠানে এসএসসি ব্যাচ-২০১৯ বন্ধুদের উদ্দ্যোগে মাসব্যাপী ধারাবাহিক এ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সাংবাদিক রিফাতুন্নবী রিফাতের নেতৃত্বে ওই ইউনিয়নের মধ্যমকুমেদপুর শাহ্ জাফর সাদী (রহ.) নূরানী হাফিজিয়া ক্বওমী মাদ্রাসা ও এতিমখানা মাঠ প্রাঙ্গণে ফলজ, বনজ ও ভেষজসহ বিভিন্ন প্রজাতির গাছ রোপণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন মাদ্রাসা কমিটির সাধারণ সম্পাদক মিন্টু মিয়া, সিনিয়র শিক্ষক হাফেজ মো. সোহেল রানা আকন্দ, সহকারী শিক্ষক হাফেজ মো. সোহেল রানা, রিয়াজুল ইসলাম রিয়াদ, মিজানুর রহমান মিজান, রমজান হোসেন রনি, শাকিল মিয়াসহ এসএসসি ব্যাচ-২০১৯ এর শিক্ষার্থীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *