গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধায় দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চার শিক্ষক/শিক্ষিকার বিরুদ্ধে নিয়োগ জালিয়াতির প্রমান সনাক্তের দীর্ঘ আড়াই বছরেও রহস্যজনক কারণে তাদের বিরুদ্ধে কোনো আইনানুগ ব্যবস্হা না নেয়ার অভিযোগ উঠেছে। গাইবান্ধা সদর উপজেলার সাহাপাড়া ইউনিয়নের বিষ্ণুপুর উত্তরপাড়া কমিউনিটি বিদ্যালয়ে (বর্তমানে সরকারি করণ) কর্মরত শিক্ষক যথাক্রমে ফরহাদ হোসেন, জান্নাতুল ফেরদৌসী ও বৌলেরপাড়া কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়ে (বর্তমানে সরকারি করণ) কর্মরত সহকারী শিক্ষিকা মোছা. সাথী আক্তার ও শাহানারা খাতুনসহ ৪ শিক্ষিকার বিরুদ্ধে নিয়োগ প্রক্রিয়ায় জালিয়াতির অভিযোগ এনে গাইবান্ধা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরাবর আবেদন করার প্রেক্ষিতে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার কর্তৃক গত ১৪ ফেব্রুয়ারি /২৩ তারিখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর তদন্ত প্রতিবেদন প্রেরণ করেন। ২৪ জানুয়ারি/২৩ তারিখে অভিযুক্ত শিক্ষক শিক্ষিকাদের বিরুদ্ধে তদন্তে জালিয়াতির প্রমাণ হয় যে কর্মকর্তাদের সীল ও একই বাক্তির দ্বৈত স্বাক্ষর, জালিয়াতি মাধ্যমে নিয়োগ বিধির শর্তভঙ্গ করে যোগদান করে উক্ত বিদ্যালয়ে কর্মরত রয়েছেন। অভিযুক্ত চার শিক্ষক/শিক্ষিকার নিয়োগে জালিয়াতির বিষয়ে তদন্তে সুনির্দিষ্ট ভাবে সনাক্ত হওয়ার পরেও তদন্ত প্রতিবেদন প্রেরণের আড়াই বছর পেরিয়ে গেলেও রহস্যজনক কারণে অদ্যাবধি ওই অভিযুক্ত ৪ শিক্ষক/শিক্ষিকার বিরুদ্ধে আইনানুগ কোন ব্যবস্থা গ্রহণ না করায় এলাকার সচেতন মহল জরুরি ভিত্তিতে উল্লেখিত অভিযুক্ত ৪ শিক্ষক/ শিক্ষিকার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন।