হাবিবুর রহমান,গাইবান্ধা
গাইবান্ধার জেলা প্রশাসক আগামী ১২ ফেব্রুয়ারি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে সাদুল্লাপুর এবং সুন্দরগঞ্জ উপজেলায় মোতায়েনকৃত সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্প পরিদর্শন করেছেন।
সুষ্ঠু,শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সম্পন্ন দুই উপজেলায় মোতায়েনকৃত সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্প পরিদর্শন করেন গাইবান্ধার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এবং রিটার্নিং অফিসার মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা। এসময় জেলা প্রশাসক মাসুদুর রহমান মোল্লা দুই উপজেলায় পৃথক,পৃথকভাবে সেনাবাহিনীর সদস্যদের সাথে কুশল বিনিময় করেন। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত জেলা প্রশাসক, (শিক্ষা ও আইসিটি), এ. কে.এম. হেদায়েতুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ঈফফাত জাহান তুলি,সাদুল্লাপুর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান প্রমূখ।
