সিরাজুল ইসলাম শেখ, পলাশবাড়ী
গাইবান্ধার শাহ্ আব্দুল হামিদ স্টেডিয়ামে জেলা প্রশাসক টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। খেলায় পলাশবাড়ী উপজেলা পরিষদ একাদশ গাইবান্ধা সদর উপজেলা পরিষদ একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। মঙ্গলবার অত্র স্টেডিয়ামে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় চ্যাম্পিয়ন এবং রানার্সআপ টিম অধিনায়কদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি গাইবান্ধার জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ। অন্যান্যদের মধ্যে পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদ প্রশাসক মো. কামরুল হাসান এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মো. আল-ইয়াসা রহমান তাপাদার ছাড়াও জেলা প্রশাসন ও অন্যান্য উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ ও জেলা ক্রীড়া সংগঠক ছাড়াও সংশ্লিষ্টরা এসময় উপস্থিত ছিলেন। ফাইনাল টুর্নামেন্টে পলাশবাড়ী উপজেলা পরিষদ একাদশ ও গাইবান্ধা সদর উপজেলা পরিষদ একাদশ টীম অংশগ্রহণ করে। এতে গাইবান্ধা সদর উপজেলা পরিষদ একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে পলাশবাড়ী উপজেলা পরিষদ একাদশ। মাঠের গ্যালারি ভর্তি বিপুলসংখ্যক স্বতঃস্ফুর্ত শিক্ষার্থী খেলার সমর্থক প্রারম্ভ থেকেই স্ব-স্ব টীমের সমর্থনে মুহুর্মুহ করতালিতে মুখরিত হয়ে উঠে। খেলোয়াড়দের ব্যাপক উৎসাহ দিতে দেখা যায়। সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে পলাশবাড়ী উপজেলা পরিষদ একাদশ টীমকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়। শেষে টীম অধিনায়কদের হাতে ট্রপি তুলে দেয়া হয়।