গাইবান্ধা প্রতিনিধি
উইগ্রো টেকনোলজি লিমিটেড থেকে ৫৬ জন কৃষক ফাঁকা চেকে ঋণ নিয়ে তা পরিশোধ হওয়ার এক বছর অতিবাহিত হলেও চেক ফেরত দিচ্ছে না কোম্পানির কর্মকর্তারা। দ্রুত সময়ের মধ্যে চেক ফেরত পেতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী কৃষক। সোমবার গাইবান্ধা সদর উপজেলার মালিবাড়ি নতুনবন্দরের আর্টিকেল স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মূল বক্তব্য পেশ করেন ভুক্তভোগী সুমেন চন্দ্র। এসময় আরো বক্তব্য রাখেন কৃষক মো. রনজু মন্ডল, মো. আমজাদ আলী, শ্রী বিধান চন্দ্র শীল প্রমুখ। ভুক্তভোগী কৃষকরা বলেন ১ লক্ষ করে টাকা ঋণ নিয়ে সুদসহ ১লাখ ১০ হাজার টাকা পরিশোধ করেছি। ঋণ নেওয়ার আগে ডকুমেন্টস হিসাবে দুটি করে ফাঁকা চেকে স্বাক্ষর নিয়ে আমাদেরকে ঋণ দেয়। ঋণ পরিশোধ করার পরেও তারা আমাদের ৫৬ জন কৃষকের চেক ফেরত দিচ্ছে না। তাই আমরা সংশয়ে আছি। আমরা সরকারের কাছে দাবী জানাচ্ছি দ্রুত সময়ের মধ্যে যেন আমাদের চেকগুলো ফেরত পাই।