ePaper

গাইবান্ধায় গণভোটের জনসচেতনতায় সমন্বয় সভা

হাবিবুর রহমান,গাইবান্ধা

তোমার আমার বাংলাদেশে ভোট দিবো মিলেমিশে ‘ এই প্রতিপাদ্যকে সামনে রেখে গণভোট-২০২৬ উপলক্ষ্যে গাইবান্ধা জেলা প্রশাসনের আয়োজনে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।রবিবার সকাল ১১টায় গাইবান্ধা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উক্ত সমন্বয় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা। এসময় উপস্থিত ছিলেন,পুলিশ সুপার জসিম উদ্দিন, সেনাবাহিনীর মেজর শাহারিয়ার রহমান রাহাত,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকার,জেলা তথ্য অফিসার ইশতিয়াক আহম্মেদ আবির,জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ শহিদুল ইসলাম সহ জেলা প্রশাসন ও বিভিন্ন অফিসের কর্মকর্তাগণ। জেলা প্রশাসক মাসুদুর রহমান মোল্লা বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন একই সঙ্গে জুলাই জাতীয় সনদ ২০২৫-এ লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত প্রস্তাবগুলোর ওপর গণভোট অনুষ্ঠিত হবে। গুরুত্বপূর্ণ এ গণভোটের বিষয়ে ভোটারদের ব্যাপক জনসচেতনতা তৈরি করতে নির্বাচনের আগ পর্যন্ত গণভোটের লোগো ব্যবহার এবং সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে দুটি খাড়া ব্যানার প্রতিষ্ঠান প্রধানরা স্ব-উদ্যোগে প্রিন্ট করে অফিসের সামনে দৃষ্টিনন্দন স্থানে প্রদর্শন করবেন। এছাড়াও সেবাগ্রহীতা এবং জনগণের মধ্যে ব্যাপক প্রচার প্রচারণা চালানোর নির্দেশ দেয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *