ePaper

গাইবান্ধায় এক কোটি ছিয়াত্তুর লক্ষ টাকা আত্মসাতের মামলায় হিসাবরক্ষক গ্রেফতার

হাবিবুর রহমান, গাইবান্ধা

গাইবান্ধা’য় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) উপ-পরিচালকের স্বাক্ষর জাল করে ১কোটি ৮৬ লক্ষ টাকা আত্মসাতের মামলায় হিসাবরক্ষক (বরখাস্ত) আনিছুর রহমানকে ঢাকা সাভারের রাজাসন এলাকা হতে গ্রেফতার করা হয়েছে। গাইবান্ধায় বিআরডিবি’র উপ-পরিচালকের স্বাক্ষর জাল করে ১ কোটি ৭৬ লক্ষ টাকা আত্মসাত এর মামলার আনিছুর রহমান সহ কয়েকজনের বিরুদ্ধে ২১ অক্টোবর /২৪ দুর্নীতি দমন কমিশন রংপুরে সমন্বিত জেলা কার্যালয়ে অভিযোগ দাখিলের প্রেক্ষিতে গাইবান্ধা জেলার বিজ্ঞ আদালতে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। গাইবান্ধা জেলার পুলিশ সুপার নিশাত এ্যঞ্জেলা এঁর সার্বিক দিক-নির্দেশনায় উক্ত ওয়ারেন্ট তামিলের জন্য গাইবান্ধা সদর থানা ও জেলা গোয়েন্দা শাখা নিবিড়ভাবে কার্যক্রম শুরু করে। এরই ধারাবাহিকতায় গাইবান্ধা জেলা গোয়েন্দা শাখা’র অফিসার ইনচার্জ এর নেতৃত্বে জেলা পুলিশের একটি চৌকস আভিযানিক দল ২৬ অক্টোবর দুপুরে ঢাকা জেলার সাভার থানার রাজাসন এলাকা হতে

ওয়ারেন্টভুক্ত আসামি সাবেক হিসাব রক্ষক বর্তমানে সহকারী পল্লী উন্নয়ন অফিসার (বরখাস্ত), ওয়ারেন্টভুক্ত আসামি মো. আনিসুর রহমানকে গ্রেফতার করা হয়। তিনি গাইবান্ধার সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের ধানঘড়া গ্রামের আব্দুস সোবহান মিয়া ও মাতা- আনোয়ারা বেগমের পুত্র বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *