গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধায় অগ্রীম ইট ক্রয়ের টাকা নিয়ে ইট না দেওয়ায় প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী ঠিকাদার। গতকাল মঙ্গলবার বিকালে গাইবান্ধা সদরের জেলগেট সংলগ্ন নিজ ব্যবসা প্রতিষ্ঠানে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী ঠিকাদার মো. নবাব আলী। এসময় তিনি দাবী করেন, ২০২৪ সালের ১৯ অক্টোবর গাইবান্ধার সুন্দরগঞ্জের পশ্চিম শিবরামে অবস্থিত মেসার্স মা-বাবার দোয়া ব্রিকস ফিল্ড ভাটা মালিক মো. মুক্তার মিয়াকে ভাউচার মূলে ১ লক্ষ ১৫ হাজার ইটের মূল্য হিসাবে দশ লক্ষ বিরানব্বই হাজার পাঁচশত টাকা অগ্রীম দেন। এরপর ভাটা মালিক ঠিকাদার নবাব আলী শুধু মাত্র ১৯ হাজার ইট প্রদান করেন। ঠিকাদার নবাব আলী অবশিষ্ট ইট নিতে ভাটায় গেলে ভাটার মালিক ইট দিতে তালবাহানা করেন। এব্যাপারে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ নিয়ে গিয়েও কোন সুরাহা হয়নি। এমতাবস্থায় ২৯ মে মুক্তার মিয়া গাইবান্ধা শহরে আসলে দু’পক্ষের বৈঠক হয়। ঐ বৈঠকে কথাবার্তার এক পর্যায়ে ভাটার মালিক মুক্তার মিয়া উগ্র আচরণে লিপ্ত হয়ে কোন টাকা পয়সা ইট কিছুই দিবেন না বলে সাফ জানিয়ে দেন। উক্ত মুক্তার মিয়া হুমকি দিয়ে আরো বলেন, ইট কিংবা টাকার দাবী করলে ঠিকাদার নবাব আলীকে মারপিট করে লাশ বানিয়ে দিবেন। তাই এই বিষয়ে সুষ্ঠু সামাধান চেয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে সংবাদ সম্মেলন করেন তিনি। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, নবাব আলীর ঠিকাদার প্রতিষ্ঠানের ম্যানেজার রনজিত কুমার সাহা, মো. লালন মিয়া, মো. রনি মিয়া প্রমুখ।