গাঁজায় ইসরাইলি গণহত্যার প্রতিবাদে নওগাঁয় বিক্ষোভ-মানববন্ধন

নওগাঁ প্রতিনিধি: গাঁজায় ইসরাইলি গণহত্যার প্রতিবাদে নওগাঁয় মানববন্ধন করেছেন সামাজিক সাংস্কৃতিক সংগঠন একুশে পরিষদ। শুক্রবার সকালে শহরের মুক্তির মোড় নওজোয়ান মাঠের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনটির সভাপতি এ্যাডভোকেট ডিএম আব্দুল বারি, নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি রায়হান আলম, একুশে পরিষদের উপদেষ্টা বিন আলী পিন্টু, সহ-সভাপতি প্রতাপ চন্দ্র মন্ডল, গুলসান মনি, সাধারন সম্পাদক এমএম রাসেল, সহ-সাধারন সম্পাদক নাইস পারভীনসহ অন্যান্যরা। এ সময় বক্তারা বলেন, গাঁজায় কোন আইন না মেনে দীর্ঘদিন ধরে গণহত্যা ও বর্বরতা চালিয়ে আসছে যা মানবাধিকার লঙ্ঘন। তাই অবিলম্বে গাঁজায় গণহত্যা বন্ধের দাবি জানিয়ে বিশ্বের সব দেশকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান তারা।

এদিকে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইমাম মুয়াজ্জিন কল্যাণ সমিতি। জুমার নামাজ শেষে নওগাঁ কেন্দ্রীয় জামে মসজিদ থেকে একটি মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে নওযোয়ান মাঠে গিয়ে শেষ হয়। পরে সেখানে ঘন্টাব্যাপি সমাবেশ করে ইমাম মুয়াজ্জিনসহ জেলার সর্বস্তরের মুসুল্লিরা। সমাবেশে

সমাবেশে নওগাঁ জেলা ইমাম মুয়াজ্জিন কল্যাণ সমিতির সভাপতি আ ন ম আকরাম হোসাইন, সেক্রেটারি মাওলানা আলহাজ্ব ইসমাইল হোসেন, সহসভাপতি মাওলানা রেদুয়ানুল্লাহসহ অন্যান্যরা। এসময় বক্তারা ইসরায়িলি পণ্য বয়কট, গণহত্যার বিচার এবং জাতিসংঘের নিরব ভূমিকার তীব্র সমালোচনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *