ePaper

গভীর রাতে শীতার্ত মানুষের মাঝে উষ্মতা ছড়ালেন ইউএনও কায়েসুর রহমান

ইয়াকুব নবী ইমন, নোয়াখালী প্রতিনিধি:

 গভীর রাতে প্রত্যান্ত অঞ্চলে গিয়ে শীতার্ত মানুষের মাঝে উষ্মতা ছড়ালেন বেগমগঞ্জ উপজেলা নির্বাহঅ অফিসার(ইউএনও) মো: কায়েসুর রহমান। গত দুই রাত সোমবার(২৯ ডিসেম্বর ও মঙ্গলবার( ৩০ ডিসেম্বর)  তিনি উপজেলার আমানউল্যাহপুর ইউনিয়নের চন্দ্রগঞ্জ পূর্ববাজারের জেলে পল্লী ও আমিন বাজারের বেদে পল্লীর বাসিন্ধাসহ বিভিন্ন স্থানে শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করেন। এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমান উল্যা, আমান উল্যাহপুর ইউনিয়নের চেয়ারম্যান বাহারুল ইসলামসহ অনেকে উপস্থিত ছিলেন। গভীর রাতে এভাবে শীতবস্ত্র পেয়ে খুশি শীতার্তরা। ইউএনওর এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে সচেতন মহল।  আমান উল্যাহপুর ইউনিয়নের চেয়ারম্যান বাহারুল ইসলাম জানান, গত বছর সাবেক ইউএনও আরিফুর রহমান যে ভাবে সাধারণ মানুষের মাঝে শীত বস্ত্র নিয়ে ছুটে গেছেন, বর্তমান ইউএনও কায়েসুর রহমান সাহেবও একই ভাবে শীতার্ত মানুষের পাশে দাড়িয়েছেন। এটা প্রশংসা যোগ্য। বেগমগঞ্জ উপজেলা নির্বাহঅ অফিসার(ইউএনও) মো: কায়েসুর রহমান জানান, যখন খবর পাই জেলে পাড়া ও বেদে পল্লীর অসহায় মানুষগুলো শীতে কষ্ট পাচ্ছে তখন দেরি না করে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। এটা আমার দায়ীত্ব। আমরা আরো মানুষের পাশে দাঁড়াতে চাই এবং প্রকৃত অসহায় ও শীতার্ত মানুষের পাশে থাকার চেষ্টা আমাদের অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *