ePaper

গণহত্যা দিবসে কামারখালী সরকারী আব্দুর রঊফ কলেজে আলোচনা সভা

Exif_JPEG_420

মধুখালী প্রতিনিধি

২৫ মার্চ গণহত্যা দিবস ও মহান মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কামারখালী সরকারি আব্দুর  কলেজে বেলা ১১ টায় এক আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে আলোচক হিসেবে গতকাল মঙ্গলবার গণহত্যা দিবস সম্পর্কে স্বচিত্র আলোচনা করেন আড়পাড়া ইউনিয়নের কৃতি সন্তান বীরমুক্তিযোদ্ধা কাজী মতিউল ইসলাম মুরাদ তিনি বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চের কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনী নির্বিচারে গণহত্যা চালিয়ে বাঙালি জাতির ওপর যে নৃশংসতা চালিয়েছিল, তা ইতিহাসের এক কালো অধ্যায়। তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে হবে, যেন কেউ কখনও আমাদের স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করতে না পারে। এ ছাড়া আরও বক্তব্য রাখেন অত্র কলেজের বাংলা প্রভাষক হাফিজুর রহমান, কলেজের শিক্ষার্থী কাজী আদনান হোসেন। অত্র কলেজের অধ্যক্ষ প্রফেসর অধ্যক্ষ এ বি এম সাইফুর রহমান সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় শিক্ষার্থী ও প্রভাষক ব্যক্তিরাও বক্তব্য রাখেন। মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে প্রশ্নোত্তর পর্বও অনুষ্ঠিত হয়, যেখানে প্রভাষকরা বিভিন্ন প্রশ্ন করেন এবং আলোচক বীরমুক্তিযোদ্ধা তার উত্তর দেন। অনুষ্ঠান শেষে সব শহীদদের স্মরণে আলোচনা করে সভাপতি অধ্যক্ষ প্রফেসর অধ্যক্ষ এ বি এম সাইফুর রহমান অনুষ্ঠান শেষ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *