ePaper

গণঅভ্যুত্থান এদেশের মানুষের আত্মত্যাগ- প্রতিবাদ ও মুক্তির সংগ্রামের প্রতীক: এড. তপু

মো. তাসলিম উদ্দিন (ব্রাহ্মণবাড়িয়া) সরাইল

সরাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট নুরুজ্জামান লস্কর তপু বলেছেন, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান এদেশের মানুষের আত্মত্যাগ, প্রতিবাদ ও মুক্তির সংগ্রামের প্রতীক। শহীদদের আত্মদান কেবল ইতিহাস নয়, তা হলো আমাদের চলার পথের চেতনা ও অনুপ্রেরণা। তাদের আত্মত্যাগের মর্যাদা দিতেই বিএনপি ধারাবাহিকভাবে এই কর্মসূচি পালন করে যাচ্ছেন। এডভোকেট তপু নেতাকর্মীদের উদ্দেশ্য করে বলেন, এই মৌন মিছিল ও কালো ব্যাচ ধারণের মাধ্যমে শহীদদের প্রতি আমাদের শ্রদ্ধা ও প্রতিজ্ঞা আবারও নতুন করে উচ্চারিত হয়েছে। বিএনপির সর্বস্তরের নেতাকর্মী, অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল ইউনিটের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, তাদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানানো এবং এই আন্দোলনের গৌরবময় ইতিহাস স্মরণ করাই আমাদের কর্মসূচির মূল উদ্দেশ্য।” জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি পালন কমিটি”-এর ঘোষিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে কালো ব্যাজ ধারণ ও মৌন মিছিল, গতকাল শুক্রবার সকাল ১০টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সরাইল উপজেলা বিএনপির আয়োজনে মিছিলটি উপজেলা সদর উচালিয়াপাড়া মোড়ের চৌরাস্তা থেকে শুরু হয়ে সরাইল কেন্দ্রীয় শহীদ মিনারে পথসভায় এ উপরোক্ত কথাগুলি বললেন, সরাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো, নুরুজ্জামান লস্কর তপু। পথসভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সহ-সভাপতি আবুল কাশেম। উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দুলাল মাহমুদ আলী, কালিকচ্ছ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম মানিক, উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান পলাশ, সরাইল সদর বিএনপি’র সভাপতি মো. কাজল মিয়া, সাধারণ সম্পাদক মো. জাকারিয়া, কালিকচ্ছ ইউপি বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মানিক, বক্তব্য রাখেন-আ:হাফিজ মাখন, আলাল মিয়, মেহেদি হাসান, নূরল আমিন মাস্টার, সৈয়দ জাকির হোসেন, মীর ওয়ালিদ, দোয়া পরিচালনা করেন -মাওলানা হাবিবুর রহমান সভাপতি সরাইল উপজেলা ওলামা দল। এ সময় বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য থাকে যে, ব্রাম্মণবাড়ীয়া জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক ও সরাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এড.মো:নুরুজ্জামান লস্কর তপুর নেতৃত্বে এবং সরাইল উপজেলা বিএনপিসহ অংগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে কেন্দ্রীয় কর্মসূচি কালো ব্যাজ ধারণ, মৌন মিছিল শেষে দেশের জন্য শাহাদাত বরণকারী সকলের জন্য দোয়া অনুস্টিত হয়। সরাইল উপজেলা বিএনপির ৯ টি ইউনিয়ন বিএনপি ও অংগসহযোগী সংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *