মো.তাসলিম উদ্দিন (ব্রাহ্মণবাড়িয়া) সরাইল
সরাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট মো. নুরুজ্জামাল লস্কর(তপু) বলেছেন, দেশে মাদক একটি সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। যুবকদের খেলাধুলার মধ্যে রাখতে হবে। খেলাধুলা করলে যেমন শরীর ভালো থাকে তেমনি মনও ভাল থাকবে। তিনি বলেন, সুন্দর দেশ গড়তে হলে একটি সুন্দর তরুণ প্রজন্ম তৈরি করতে হবে। একইসঙ্গে মাদকমুক্ত এবং ডিভাইস আসক্তিবিহীন প্রজন্ম গড়ে তুলতে হবে। সোমবার বিকেলে সরাইল উপজেলার টিঘর পশ্চিমপাড়া মাঠেটিঘর কর্তৃক আয়োজিত ঘরোয়া মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দেশের তরুণ প্রজন্মকে ডিভাইস আসক্তি ও মাদক থেকে দূরে রাখার জন্য খেলাধুলা বড় ভূমিকা পালন করবে বলে মন্তব্য করে, অ্যাডভোকেট মো. নুরুজ্জামান লস্কর তপু বলেন, ”আজকের যুবসমাজ হবে আগামী বাংলাদেশের কান্ডারি। তাদের নেতৃত্ব দিতে প্রস্তুত হতে হবে। যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দুলাল মোহাম্মদ আলী, সরাইল সদর বিএনপির সভাপতি মো. কাজল মিয়াসহ এলাকার ময়মুরুব্বী ও বিএনপির অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে এ ধরনের খেলার আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে। উপজেলা টিঘর হেলুয়া টেলিকম একাদশ ট্রাই বেকারে বিজয় অর্জন করেন।
