ePaper

খুলনার সাবেক সিভিল সার্জন ডা. সুজাতের বিরুদ্ধে বিভাগীয় মামলা

শাহবাজ জামান,খুলনা

অসদাচরণ ও দুর্নীতির অভিযোগে খুলনার প্রাক্তন সিভিল সার্জন ডা. সুজাত আহমেদের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব গত মাসে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর অধীনে মামলাটি দায়ের করেন। ১০ কার্যদিবসের মধ্যে জবাব দেওয়ার নির্দেশ দিয়ে গত ২৬ আগস্ট এ বিষয়ে একটি নোটিশ জারি করা হয়। বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের (কেএমসিএইচ) উপ-পরিচালক হিসেবে কর্মরত ডা. সুজাতকে অসদাচরণ ও দুর্নীতির অভিযোগে কেন বরখাস্ত বা গুরুতর শাস্তির সম্মুখীন করা হবে না, তার কারণ ব্যাখ্যা করতে বলা হয়েছে। ডিসিপ্লিন ব্রাঞ্চের সচিব মো. সাইদুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ডা. সুজাতকে ২০২০ সালের ২৪ আগস্ট নির্দেশ দেওয়া হয়েছিল, খুলনার কার্যনির্বাহী সিভিল সার্জনের পদ থেকে অব্যাহতি দিয়ে সাত কার্যদিবসের মধ্যে গোপালগঞ্জে কার্যনির্বাহী সিভিল সার্জন হিসেবে যোগ দিতে। তবে, অষ্টম দিনে তাকে অব্যাহতি দেওয়া হয়েছিল। বদলির আদেশ সত্ত্বেও পাবলিক প্রকিউরমেন্ট রুলস (পিপিআর) লঙ্ঘন এবং হাইকোর্টের আদেশ অমান্য করে ২০২০-২০২২ সালে আউটসোর্সিংয়ের মাধ্যমে কর্মী নিয়োগের জন্য দরপত্র আহ্বান ও কার্যাদেশ দিয়েছেন বলে অভিযোগ রয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে যে, তার কর্মকাণ্ড সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালার ৩(খ) এবং ৩(ঘ) ধারার অধীনে অসদাচরণ এবং দুর্নীতির অন্তর্ভুক্ত। নোটিশে তাকে ব্যক্তিগত শুনানিতে অংশ নিতে চান কিনা তাও জানাতে বলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *