ePaper

খুলনায় বসতবাড়িতে ডুকে আলমারি ভেঙ্গে নগদ টাকা লুট থানায় লিখিত অভিযোগ

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"border":1,"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

শাহবাজ জামান,খুলনা

খুলনায় দেশীয় অস্ত্রেসশ্রে সজ্জিত হয়ে ভয় ভীতি প্রদর্শন করে জোরপূর্বক ঘরে ডুকে আলমারি ভেঙ্গে নগদ টাকা লুট করা সহ এক নারীকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে খুলনা সদর থানায় ভুক্তভোগী ইব্রাহীম খান আমিন ১ জনকে আসামি করে অজ্ঞাত আরো ৪ জনের নামে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। নগরীর টুটপাড়া দিলখোলা রোডে গত মঙ্গলবার দুপুর ১ টার দিকে এ ঘটনা ঘটে। অভিযোগ সূত্রে জানা যায় ব্যবসায়ী ইব্রাহিম খান আমিনের সঙ্গে বিবাদী ‘দি ঢাকা মার্কেন্টাইল কো অপারেটিভ ব্যাংক শিববাড়ি খুলনা শাখার লোন অফিসার মো. তরিকুল এর সঙ্গে ব্যাবসায়ীক (লোন সংক্রান্ত) একটি লেনদেন আছে। গত ২৭/০৭/২০২৫ ইং তারিখে এই লেনদেনকে কেন্দ্র করে তরিকুলের সঙ্গে আমিনের কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে তরিকুল বলেন আপনার নিকট পাওনা সকল টাকা ০৪/০৮/২০২৫ তারিখের মধ্যে পরিশোধ করিবেন, অন্যথায় কোম্পানি আপনার নামে কেস করবে এবং আপনার সম্পত্তি ক্রোক করা হবে। আমিন আইনি ঝামেলা এড়াতে টাকা পরিশোধ করতে তার গোডাউনে রাখা ২০ টন চাউল বিক্রয় করেন কিন্তু ব্যাংকিং সময়ের মধ্যে টাকা না পাওয়ায় ঐ প্রতিষ্ঠানকে তিনি নির্ধারিত তারিখে টাকা দিতে ব্যর্থ হন। এরপর একই দিন সন্ধ্যা ৭টার দিকে তরিকুল আমিনের ব্যবসা প্রতিষ্ঠানে যান এবং টাকার তাগাদা দেন। তখন আমিন বলেন চাল বিক্রির ১৭লক্ষ টাকা আমার বাসাতেই আছে আগামী ০৬/০৮/২০২৫ তারিখ বুধবার আপনার প্রতিষ্ঠানে গিয়ে জমা দিয়া দিব। এই কথা শোনার পর গতকাল ৫/০৮/২০২৫ তারিখ মঙ্গলবার গণঅভ্যুত্থান দিবসে সরকারী অফিস-আদালত, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকায় দুপুর আনুমানিক ১টার দিকে ১নং আসামী ও তাহার সংগীয় আসামীগণ আমিনের অনুপস্থিতিতে পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে ঘরের মধ্যে প্রবেশ করিয়া তার স্ত্রীকে অস্ত্রের মুখে জিম্মি করে ঘরের আলমিরা ভাংগিয়া ২টি ব্যাগের ১টি ব্যাগে থাকা ১৫ লক্ষ টাকা জোর পূর্বক ছিনিয়ে নিয়া য়ায়। আমিনের স্ত্রী চিৎকার করিলে তাহাকে ১নং আসামী ও সংগীয় মহিলা বেধড়ক মারপিট করে আহত করেন। পরে তার স্ত্রী মোবাইল ফোনে আমিনকে পুরো ঘটনা খুলে বললে আমিন দ্রুত ৯৯৯ নম্বরে পুলিশের সহযোগিতা নিয়া বাড়ীতে যান। পুলিশ সরেজমিনে গিয়ে ঘটনার সত্যতা পান এবং বাকী ২ লক্ষ টাকাসহ ব্যাগ বাসায় পড়িয়া থাকতে দেখেন। এ বিষয়ে খুলনা সদর থানার এ এস আই শাহাবুদ্দিন এর সঙ্গে এ প্রতিবেদকের কথা হলে তিনি বলেন সংবাদ পেয়ে আমি ফোর্স সহ স্পটে যাই এবং ঘটনার সততা উপলব্ধি করি। মামলা হয়েছে কিনা যানতে চাইলে তিনি বলেন এটা ওসি স্যার বলতে পারবে। তবে একটি অভিযোগ হয়েছে। আসামি ধরার ব্যাপারে কথা বললে তিনি বলেন আমি বেস কয়েকবার অভিযুক্তর মুঠো ফোনে ফোন করলেও তিনি ফোন রিসিভ করেননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *