খুলনা প্রতিনিধি
খুলনায় দুর্বৃত্তদের গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে শেখ শাহাদাত হোসেন (৪৮) নামে চরমপন্থি দলের এক নেতা নিহত হয়েছেন। মঙ্গলবার রাত ৮টার দিকে নগরের সোনাডাঙ্গা মডেল থানা এলাকার সঙ্গীতা সিনেমা হলের নিচের একটি টায়ারের দোকানে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, মঙ্গলবার রাত ৮টার দিকে সঙ্গীতা সিনেমা হলের বিপরীত দিক থেকে কয়েক যুবক শেখ শাহাদাতকে ধাওয়া করে। জীবন বাঁচাতে তিনি একটি টায়ারের দোকানে আশ্রয় নেন। তবে সেখানে গিয়েও রক্ষা পাননি। দুর্বৃত্তরা দোকানে ঢুকে তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। তিনটি গুলি শরীরে বিদ্ধ হয়। গুলির পাশাপাশি কুপিয়ে জখম করা হয়। স্থানীয় লোকজন শাহাদাতকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। শেখ শাহাদাত একসময় ‘জনযুদ্ধ’ নামের একটি চরমপন্থি দলের নেতা ছিলেন। তার বিরুদ্ধে হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে। দীর্ঘদিন কারাভোগের পর সম্প্রতি জামিনে মুক্তি পান। খুলনা মহানগর পুলিশের (কেএমপি) সোনাডাঙ্গা জোনের সহকারী পুলিশ কমিশনার মো. আজম খান বলেন, ‘শাহাদাত জনযুদ্ধ নামের চরমপন্থি দলের নেতা। গুলির পাশাপাশি মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্নও রয়েছে। আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। হত্যার কারণ উদঘাটনে তদন্ত চলছে। এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে।’
