ePaper

খানসামায় বিএনপির ৩১ দফা প্রচারণার লিফলেট বিতরণ

মো. আজিজার রহমান, (দিনাজপুর) খানসামা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের নির্দেশে দিনাজপুরের খানসামায় বিএনপির রাষ্ট্রকাঠামো পরিচালনার ৩১ দফা প্রচারণার লিফলেট বিতরণ করেছেন উপজেলা বিএনপিসহ অঙ্গ সংগঠন। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার আলোকঝাড়ী বিভিন্ন হাটবাজারে পথচারী ও দোকানদারদের সাথে কুশল বিনিময় এবং ৩১ দফা সম্পর্কিত লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোবাশ্বের হক মুক্তি, যুবদলের যুগ্ম আহবায়ক আবু হেনা মোস্তফা কামাল শিমুল, গোলাম রব্বানী, ইমরান, রাসেল, আল আমিন, শাহানুর, শামীম, সোহেল রানাসহ স্থানীয় নেতাকর্মীরা। লিফলেট বিতরণ ও গণসংযোগ শেষে নেতাকর্মীরা বলেন, বিএনপি গণমানুষের দল, জনগণের অধিকারের জন্যেই বিএনপির রাজনীতি। আমাদের জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ায় আহমেদ কচি ভাইয়ের সার্বিক সহযোগিতায় ও দিনাজপুর ৪ আসনের মনোনয়ন প্রত্যাশী শিল্পপতি আলহাজ্ব হাফিজুর রহমান সরকার ভাইয়ের দিক নির্দেশনায় লিফলেট বিতরণ করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *