মো. আজিজার রহমান, (দিনাজপুর) খানসামা
দিনাজপুরের খানসামা উপজেলায় নানান কর্মসূচি মধ্যে দিয়ে জাতীয় সমাজসেবা দিবস পালন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তর যৌথভাবে এ কর্মসূচির আয়োজন, দিবসটি উপলক্ষে র্যালী, আলোচনা সভা ও হুইল চেয়ার বিতরণ করা হয়। দিবসটির এবারের প্রতিপাদ্য ছিল ‘নেই পাশে কেউ যার, সমাজসেবা আছে তার’। গতকাল বৃহস্পতিবার দুপুরে র্যালী শেষে উপজেলা পরিষদ কমপ্লেক্স হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে হুইল চেয়ার বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপজেলা সমাজসেবা কর্মকর্তা তমিজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী ভারপ্রাপ্ত কর্মকর্তা আশিক আহমেদ, বিশেষ অতিথি, উপজেলা কৃষি কর্মকর্তা ইয়াসমিন আক্তার, উপজেলা মৎস্য কর্মকর্তা শাম্মী আক্তার, উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা খানসামা সাংবাদিক ফোরামের আহবায়ক মাসুদ রানা। বক্তারা বলেন, সরকার দেশের দুস্থ, দরিদ্র, অসহায় শিশু, প্রতিবন্ধী, কিশোর-কিশোরী, স্বামী পরিত্যক্ত নারী ও প্রবীণ ব্যক্তিসহ সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করছে।