মেছবাহউদ্দিন (নোয়াখালী) কোম্পানীগঞ্জ
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় কর্মরত সাংবাদিকদের সম্মানে কোম্পানীগঞ্জ উপজেলা ও বসুরহাট পৌরসভা জামায়াতে ইসলামীর আয়োজনে ইফতার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার বসুরহাট বাজারের আজমিরি রেষ্টুরেন্টের ৩য় তলায় এ ইফতার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা সেক্রেটারি মাস্টার মিজানুর রহমানের সঞ্চালনায় ও উপজেলা আমীর অধ্যক্ষ বেলায়েত হোসেন এর সভাপতিত্বে ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর নোয়াখালী জেলা শুরাসদস্য, সাবেক জেলা আমীর ও দৈনিক সংগ্রামের জেলা সংবাদদাতা ডাক্তার বোরহান উদ্দিন। বক্তব্য রাখেন বসুরহাট পৌরসভা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোশাররফ হোসাইন, সেক্রেটারি মাওলানা হেলাল উদ্দিন প্রমূখ। অনুষ্ঠানে বক্তারা সাংবাদিকদের ভূমিকা, স্বাধীন সাংবাদিকতার গুরুত্ব নিয়ে আলোচনা রাখেন এবং নামাজ, রোজা, হজ, যাকাতের মত ফরজ এবাদত পালনে যেমন একনিষ্ঠ তেমনি সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশে আল্লাহর হুকুম কায়েমের ভূমিকায় সাংবাদিকদের লেখনীর মাধ্যমে অবদান রাখার আশ্বাস ব্যক্ত করেন।