ePaper

কোম্পানীগঞ্জে বাসাপ’র বৃক্ষরোপণ কর্মসূচি পালন

মেছবাহ উদ্দিন (নোয়াখালী) কোম্পানীগঞ্জ

প্রাণ-প্রকৃতি রক্ষায় বৃক্ষ সৃজনে সামিল হউন’ এই স্লোগানে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ সাংবাদিক পরিষদ (বাসাপ) কোম্পানীগঞ্জ উপজেলা শাখা। শুক্রবার বিকেলে চরকাঁকড়া ইউনিয়নে ২ নাম্বার ওয়ার্ড ব্যাপারী স্কুল সংলগ্ন, হাজী আজিজুল হক পঞ্চায়েত নতুন সড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন বাংলাদেশ সাংবাদিক পরিষদ (বাসাপ)এর কেন্দ্রীয় কমিটির সভাপতি এএইচএম মান্নান মুন্না। প্রতি বছরের মতো এবারও বাংলাদেশ সাংবাদিক পরিষদ (বাসাপ)এর কোম্পানীগঞ্জ উপজেলা শাখা’র আয়োজনে বৃক্ষরোপণের পাশাপাশি জনসাধারণের মাঝে নানান প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। বাংলাদেশ সাংবাদিক পরিষদ (বাসাপ) এর কোম্পানীগঞ্জ উপজেলা শাখা’র সভাপতি মোহাম্মদ উল্যা মিরাজ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-নোয়াখালীর সিনিয়র সাংবাদিক দৈনিক ইনকিলাব নোয়াখালী জেলা প্রতিনিধি এহসানুল আলম খসরু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাসাপ কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ সম্পাদক সাংবাদিক মেছবাহ উদ্দীন, সাংবাদিক অজয় কুমার আচার্য, সাংবাদিক সঞ্চয় ভৌমিক, সাংবাদিক বিমল মজুমদার, সাংবাদিক শাকিল আহমেদ, সাংবাদিক শাহাদাত হোসেন, সাংবাদিক ইমাম হোসেন খাঁন, মানবাধিকার কর্মী শামীম সিরাজ, ও কোম্পানীগঞ্জ উপজেলার অন্যান্য সাংবাদিকরা। অনুষ্ঠানের প্রধান অতিথি ইনকিলাব জেলা প্রতিনিধি এহসানুল আলম খসরু বলেন, পরিবেশ সুরক্ষায় গাছ লাগানোর কোনো বিকল্প নেই। এসময় তিনি নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার পরিবেশ রক্ষায় সবাইকে বৃক্ষরোপণে সকলকে সামিল হবার আহবান জানান। জেলায় বাংলাদেশ সাংবাদিক পরিষদ (বাসাপ) আগামীতেও সাংবাদিক সংগঠনকে সঙ্গে নিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করবে বলেও আশাব্যক্ত করেন তিনি। অন্যান্য নেতৃবৃন্দ বলেন, ফল, কাঠ এবং অন্যান্য প্রাকৃতিক সম্পদ সরবরাহ করে অর্থনৈতিকভাবে লাভবান হওয়া যায়। এছাড়াও, বৃক্ষরোপণ প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি করে এবং মানুষের জীবনযাত্রার মান উন্নত করে তাই প্রত্যেক বাড়ীতে একটা করে গাছ রোপণ করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *