ePaper

কোম্পানীগঞ্জে জামায়াতে ইসলামীর বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

মেছবাহ উদ্দিন, (নোয়াখালী) কোম্পানীগঞ্জ

২০১৩সালের ১৪ই ডিসেম্বর নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার হাসপাতাল রোডে তৎকালীন জামায়াত-শিবিরের শান্তিপূর্ণ মিছিলের অনুমতি দিয়ে মিছিল শুরু করতে না করতে পুলিশ ও আওয়ামী ক্যাডারদের যৌথ গুলিতে নিহত ৭ শহীদের স্মরণে ও খুনিদের বিচার বাদীতে এক বিশাল বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। গতকাল শনিবার সকাল ১০টায় উপজেলার বসুরহাট জিরোপয়েন্টে উপজেলা ও বসুরহাট পৌরসভা জামায়াতে ইসলামীর উদ্যোগে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বসুরহাট পৌরসভা জামায়াতে ইসলামী’র আমীর মাওলানা মোশারফ হোসেন এর সঞ্চালনায় ও উপজেলা জামায়াতে ইসলামী’র আমীর অধ্যক্ষ বেলায়েত হোসেন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন নোয়াখালী জেলার আমীর ইসহাক খন্দকার, নায়েবে আমীর মাওলানা সাইয়েদ আহমেদ, মাওলানা নিজাম উদ্দিন ফারুক, দক্ষিণ জেলা সেক্রেটারী মাওলানা বোরহান উদ্দিন, জেলা সহ সেক্রেটারী ইসলাম হোসেন মানিক, আলমগীর মোহাম্মদ ইউসুফ, ডা. মোয়াজ্জেম হোসেন, সাবেক শিবির নেতা হাফেজ জহির উদ্দিন প্রমুখ। সমাবেশে একাত্বতা পোষণ করে বক্তব্য রাখেন বিএনপি নেতা মাহমুদুর রহমান রিপন ও নুরুল আলম সিকদার। বক্তারা রক্ত স্নাত এই কোম্পানীগঞ্জে শহীদদের রক্তের প্রতিশোধ হিসেবে নোয়াখালী-৫ আসনের সকল জাতীয় ও স্থানীয় সরকারের আগামী নির্বাচনে জামায়াতে ইসলামীর প্রার্থীদের বিজয়ী করার দৃঢ প্রত্যয় ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *