মেছবাহ উদ্দিন, (নোয়াখালী) কোম্পানীগঞ্জ
‘প্রবাসীর অধিকার, আমাদের অঙ্গীকার; বৈষম্যহীন বাংলাদেশ আমাদের সবার’ এই স্লোগানে নোয়খালী কোম্পানীগঞ্জ উপজেলায় আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম এর যৌথ আয়োজনে দিবসটি পালিত হয়। উপজেলা নির্বাহী অফিসার তানভীর ফরহাদ শামীম এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবদুল মান্নান, উপজেলা ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম অর্গানাইজার আবু রায়হান, ব্র্যাক প্রবাসবন্ধু ফোরামের সহ-সভাপতি ডা. বেলায়েত হোসেন, ফোরামের প্রচার সম্পাদক সাংবাদিক আবদুল্লাহ আল মামুন, আবদুল হাই আনসারী প্রমুখ। আলোচনা সভা শেষে এক র্যালী বের করে বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।