ePaper

কোনো রকম উসকানিতে পা দেব না : মির্জা আব্বাস

জ্যেষ্ঠ প্রতিবেদক
নির্বাচনী এলাকার ভোটারদের উদ্দেশ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, যেকোনো ধরনের উসকানিমূলক কথাবার্তা ও কাজকর্ম থেকে বিরত থাকতে হবে।একই আসনের অন্য প্রার্থীদের ইঙ্গিত করে তিনি বলেন, অনেকেই নির্বাচন কমিশনের বিধিমালা অমান্য করে উসকানিমূলক কথাবার্তা বলছেন। আমরা যেন তাদের প্রতিবাদ করি। কিন্তু আমরা কোনো উসকানিতে পা দেব না।বিএনপি নেতা ডাবলুর মৃত্যু : সেনাপ্রধানের হস্তক্ষেপ কামনা ফখরুলেরজনীতিবিদদের প্রতি আস্থা তৈরি করার দায়িত্ব রাজনীতিবিদদেরই : আমীর খসরু
আমাকে টার্গেট করা হচ্ছে : মির্জা আব্বাসবুধবার (১৪ জানুয়ারি) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের পাশে তার নির্বাচনী এলাকায় উপস্থিত সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।মির্জা আব্বাস বলেন, আমাদের নেতাকর্মীরা অত্যন্ত সুশৃঙ্খল ও শান্ত। তাই আমরা কোনো উসকানিতে পা দেব না। তবে নির্বাচন কমিশনারকে আহ্বান জানাই তারা যেন এসব বিষয় খেয়াল রাখেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *