ePaper

কোথাও ফসল রক্ষা বাঁধের কাজে ত্রুটি বিচ্যুতি থাকলে আমাকে সহযোগিতা করুন- জেলা প্রশাসক

বাবুল মিয়া, সুনামগঞ্জ

ঈদ আড্ডায় ব্যতিক্রমী আয়োজনে সুনামগঞ্জ ঐতিহ্যবাহী প্রেস ক্লাবের বাজিমাত। আলোকসজ্জা, বেলুন দিয়ে গেইট নির্মাণ, কবিতা আবৃত্তি, সাংস্কৃতিক অনুষ্ঠান, আড্ডা শেষে দেশীয় হাঁসের গোস্তের সাথে চালের রোমাল রুটি দিয়ে ডিনার এযেনো ব্যতিক্রমী এক পিকনিক। শনিবার সন্ধ্যার পর লাল নীল বাতির ঝলকানিতে আলো ছড়ায় উকিলপাড়াস্থ সুনামগঞ্জ প্রেস ক্লাব। অতিথিবৃন্দের আগমনে মুখরিত হয়ে ওঠে প্রেস ক্লাব আঙ্গিনা। রাত প্রায় ১১ টা পর্যন্ত মত্রমুগ্ধের মতো চলে সাংবাদিক ও প্রশাসনের শীর্ষ কর্তাদের সাথে ঈদ আড্ডায় প্রাসঙ্গিক বিভিন্ন বিষয়। অনুষ্ঠানের শুরুতেই বিশেষ অতিথিবৃন্দকে ফুলের তোরা দিয়ে স্বাগত জানান প্রেস ক্লাবের নেতৃবৃন্দ। জুলাই গণঅভ্যুত্থানে আহত ফয়সলকে সুনামগঞ্জ প্রেস ক্লাবের পক্ষ থেকে দেওয়া হয় ঈদ উপহার। ঈদ আড্ডার মুল আকর্ষণ ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। সুনামগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি শেরগুল আহমেদ, সহসভাপতি রওনক বখত, সিনিয়র সাংবাদিক শাহাবুদ্দিন আহমেদ, সিনিয়র সহসভাপতি আল হেলাল, মানবেন্দ্র তালুকদার মানব, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রাজু আহমেদ রমজান, ৭১ টিভির জেলা প্রতিনিধি ও সুনামগঞ্জ প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ শহীদ নুর আহমেদ গানে গানে ঈদ আড্ডাকে প্রানবন্ত করে তোলেন। সুনামগঞ্জ প্রেস ক্লাবের ঈদ আড্ডায় বিশেষ আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ’র জেলা প্রশাসক ও জেলা এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া, পুলিশ সুপার তোফায়েল আহমেদ, মোহাম্মদ রেজাউল করিম উপপরিচালক, স্থানীয় সরকার, সুনামগঞ্জ (ভারপ্রাপ্ত) ও অতিরিক্ত জেলা প্রশাসক, সুনামগঞ্জ। সমর কুমার পাল অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), সুনামগঞ্জ। অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাপস রঞ্জন ঘোষ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এ্যান্ড অপস্) জাকির হোসাইন, সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও বর্তমান পাবলিক প্রসিকিউটর (পিপি) সিনিয়র এডভোকেট মল্লিক মঈন উদ্দিন আহমেদ, সুনামগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি (অবঃ) অধ্যক্ষ শেরগুল আহমেদ, সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট আব্দুল হক, সুনামগঞ্জ রেড ক্রিসেন্ট সোসাইটির সভাপতি এ্যাড. তৈয়বুর রহমান বাবুল। জুডিসিয়াল আদালতের এপিপি ও সুনামগঞ্জ প্রেস ক্লাবের অন্যতম সিনিয়র সদস্য এ্যাড, ড. জিয়াউর রহিম শাহিন। বিশিষ্ট ব্যবসায়ী ইংল্যান্ড প্রবাসী আকিকুর রহমান। এসময় আরও উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক মো. বাবুল মিয়া, সিনিয়র সাংবাদিক মিজানুর রহমান, দৈনিক যুগান্তর পত্রিকার জেলা প্রতিনিধি ও কার্যকরি পরিষদ সদস্য মাহবুবুর রহমান পীর, দপ্তর সম্পাদক সোহেল আলম, প্রচার সম্পাদক আলাউর রহমান, কার্যকরি পরিষদ সদস্য এ, কে কুদরত পাশা, কার্যকরি পরিষদ সদস্য দৈনিক প্রভাতের সুনামগঞ্জ জেলা প্রতিনিধি আনোয়ারুল হক, সময় টিভির জেলা প্রতিনিধি হিমাদ্রি শেখর ভদ্র, দৈনিক আমার দেশ পত্রিকার সুনামগঞ্জ জেলা প্রতিনিধি জসিম উদ্দিন, সাবেক যুগ্ম সম্পাদক দৈনিক গণমুক্তির জেলা প্রতিনিধি সিরাজুল ইসলাম শ্যামল, একুশে টিভির জেলা প্রতিনিধি আব্দুস সালাম, দৈনিক নয়া দিগন্ত পত্রিকার জেলা প্রতিনিধি তৌহিদ চৌধুরী প্রদীপ, দৈনিক সুনামগঞ্জ’র ডাক পত্রিকার প্রতিনিধি সোলেমান কবির, দৈনিক সোনালী খবরের জেলা প্রতিনিধি ফরিদ মিয়া, ডেইলি মর্নিং গ্লোরির জেলা প্রতিনিধি দুলাল মিয়া, এনটিভি ইউরোপ সুনামগঞ্জ জেলা প্রতিনিধি জাহাঙ্গীর আলম ভূঁইয়া, দৈনিক খোলা কাগজের জেলা প্রতিনিধি আব্দুল বাছির প্রমুখ। ঈদ আড্ডায় সাংবাদিকদের উদ্দেশ্যে সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, কোথাও ফসল রক্ষা বাঁধের কাজে ত্রুটি বিচ্যুতি থাকলে আমাকে সহযোগিতা করুন। আপনারা এই অঞ্চলের অনেক কিছুই জানেন। যা আমি জানিনা। এসময় তিনি যোগ করে গঐ বলেন, আমিও আড্ডাবাজ মানুষ। মাঝে মধ্যে প্রেস ক্লাবে দাওয়াত দিলে আমরাও আসলাম। তবে পুলিশ সুপার শারীরিক ভাবে কিছুটা অসুস্থা নিয়েও সুনামগঞ্জ প্রেস ক্লাবের ঈদ আড্ডায় দেরি করে হলেও উপস্থিত হওয়ায় অনুষ্ঠানটি আরও বেশি প্রানবন্ত হয়ে ওঠে। অনেকাংশেই বেড়ে যায় অনুষ্ঠানের জৌলুশ। অনেকদিন পর সুনামগঞ্জ প্রেস ক্লাবের এমন আয়োজনে কিছুটা ভুল ত্রুটি থাকলেও প্রশাসন ও সাংবাদিকদের মিলনমেলায় পরিণত হয় ঈদ আড্ডা। সুনামগঞ্জের পুলিশ সুপার তোফায়েল আহমেদ এসময় সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আমি সুনামগঞ্জে আইন শৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ চেষ্টা করে যাবো। এসময় তিনি সাংবাদিকদের কাছে সহযোগিতা প্রত্যাশা করেন। অনুষ্ঠানটির সঞ্চালনাসহ সার্বিক দায়িত্ব পালন করেন বাংলাদেশ প্রতিদিন ও বাংলা ভিশনের সুনামগঞ্জ জেলা প্রতিনিধি ও সাধারণ সম্পাদক মাসুম হেলাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *