রাজীব চৌধুরী, কেশবপুর
যশোর জেলার কেশবপুরে ব্র্যাকের জলবায়ু পরিবর্তন কর্মসূচির জেও-ক্রুজনেট প্রকল্পের আওতায় কেশবপুর উপজেলার ১০ নং সাতবাড়িয়া ইউনিয়নে গাছ বিতরণ করা হয়। গতকাল মঙ্গলবার দুপুরে সাতবাড়িয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের অন্তর্ভুক্ত নিমতলা নামক স্থানে ১০০টি পরিবারের মাঝে ১০ টি করে মোট ১০০০টি ফলজ গাছ বিতরণ করা হয়। ফলজ গাছ গুলির মধ্যে রয়েছে আম, আমড়া ও কদবেল গাছ। ব্র্যাকের জেও-ক্রুজনেট প্রকল্পের এরিয়া ম্যানেজার মো. রবিউল ইসলাম জানান পর্যায়ক্রমে ১২৫০ টি পরিবারের মাঝে মোট ১২৫০০টি গাছ বিতরণ করা হবে। উক্ত ফলজ গাছ বিতরণের সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা বিএনপির সহ- সভাপতি ও ১০ নং সাতবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা (বাবু)। আরও উপস্থিত ছিলেন ব্র্যাকের জেও-ক্রুজনেট প্রকল্পের এরিয়া ম্যানেজার মো. রবিউল ইসলাম, কমিউনিটি মোবিলাইজার আম্বিয়া খাতুন, ১০ নং সাতবাড়িয়া ইউনিয়নের ০১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আলহাজ্ব কামরুজ্জামান গাজী, ০১ নং ত্রিমোহিনী ইউনিয়নের যুবদল নেতা মো. রুবেল হাসান, সাতবাড়িয়া ইউনিয়নের যুবদল নেতা মো. আব্দুল হক প্রমুখ। উক্ত ফলজ গাছ বিতরণের উদ্দেশ্য হল গ্রামীণ জনগণের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে সহায়তা করা ও পরিবেশের ভারসাম্য রক্ষা করা।
