ePaper

কেশবপুরে বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিষ্টস্ সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত

রাজীব চৌধুরী, কেশবপুর যশোর জেলার কেশবপুরে বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিষ্টস্ সমিতি কেশবপুর উপজেলা শাখার সাধারণ সভা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে কেশবপুর শহরের এম জামান কমিউনিটি সেন্টারে উক্ত সভা অনুষ্ঠিত হয়। বি সি ডি এস কেশবপুর উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও বি সি ডি এস কেশবপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক শংকর কুমার পাল এবং বি সি ডি এস কেশবপুর উপজেলা শাখার সহ-সভাপতি এ কে আজাদ (ইকতিয়ার) এর যৌথ সঞ্চালনায় উক্ত সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বি সি ডি এস কেন্দ্রীয় কমিটি ঢাকার পরিচালক ও যশোর জেলা শাখার সভাপতি আলহাজ্ব এ এম জামাল উদ্দিন বিলু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বি এন পি) কেশবপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক মো. আব্দুর রাজ্জাক, বি সি ডি এস যশোর জেলা কমিটির নেতৃবৃন্দ ও কেশবপুর উপজেলা কমিটির নেতৃবৃন্দ। আরও উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলার ঔষধ ব্যবসায়ীরা। উক্ত সাধারণ সভায় নকল, ভেজাল ও মেয়াদউত্তীর্ণ ঔষধ প্রত্যাহার এবং এম আর পি বাস্তবায়ন ও জোরদার বিষয়ে আলোচনা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *