রাজীব চৌধুরী, কেশবপুর
যশোর জেলার কেশবপুরে সাতবাড়িয়া প্রি- ক্যাডেট স্কুলের শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১ লা জানুয়ারি ২০২৬ খ্রিঃ রোজ বৃহস্পতিবার সকালে সাতবাড়িয়া প্রি-ক্যাডেট স্কুল চত্বরে উক্ত ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। ১০ নং সাতবাড়ীয়া ইউনিয়নের বিএনপি নেতা মোঃ শাহাদুল হকের সভাপতিত্বে ও কেশবপুর উপজেলা বিএনপির সহ- দপ্তর সম্পাদক শেখ আসাদুল্লাহ এর সঞ্চালনায় ফলাফল প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১০ নং সাতবাড়িয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জি এম আবুল হোসাইন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক আব্দুস সাত্তার, ইউনিয়ন কৃষক দলের সভাপতি মোঃ সিরাজুল ইসলাম, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ মাহাবুর রহমান বাবু, কেশবপুর নিউজ ক্লাবের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক রাজীব চৌধুরী, ইউনিয়ন যুবদল নেতা আব্দুল হক। উপস্থিত ছিলেন সাতবাড়িয়া প্রি – ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষিকা রেবা পালসহ সহকারী শিক্ষক- শিক্ষিকাবৃন্দ।এছাড়া উক্ত বার্ষিক ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র স্কুলের কোমলমতি শিক্ষার্থী ও তাদের অভিভাবক বৃন্দ।ফলাফল প্রকাশের শেষে মেধাবী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
