ePaper

কেশবপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপিত

রাজীব চৌধুরী, কেশবপুর

যশোর জেলার কেশবপুরে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উদযাপন উপলক্ষে জাতীয় মৎস সপ্তাহ উদযাপন কমিটি, কেশবপুর, যশোরের আয়োজনে গতকাল সোমবার মাছেরপোনা অবমুক্তকরণ, বর্ণাঢ্য সড়ক র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন এর সভাপতিত্বে ও উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা বিমল কুমার কুন্ডুর সঞ্চালনায় কেশবপুর শহরের প্রাথমিক শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন আজাদ। আরও উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা সুদীব বিশ্বাস, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আব্দুস সামাদ বিশ্বাস, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক, পৌর জামায়াতের জামির জাকির হোসেন, সদর ইউনিয়নের চেয়ারম্যান প্রভাষক আলাউদ্দীন, বিএনপি নেতা কুতুব উদ্দীন বিশ্বাস, নুরুজ্জামান চৌধুরী ও এনসিপির কেশবপুরের আহবায়ক সম্রাট হোসেন প্রমুখ। আলোচনা শেষে মৎসচাষী তরুণ উদ্যোক্তা মো. ইস্রাফিল হোসেন সহ কয়েকজনকে সন্মাননা স্মারক প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *