রাজীব চৌধুরী, কেশবপুর
যশোর-৬ কেশবপুরের সাবেক এমপি ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার ও তার একান্ত সহোযোগী আলমগীর সিদ্দিকী টিটোসহ ৪ জনের বিরুদ্ধে এমপিও অনুমোদন করিয়ে দেওয়ার কথা বলে ৮৪ লাখ ৪৫ হাজার টাকা গ্রহন করে অর্থ আত্নসাতের অভিযোগে আদালতে মামলা দায়ের করেছেন কেশবপুর উপজেলার হিজলডাঙ্গা শহীদ ফ্লাইট লে. মাসুদ মেমোরিয়াল কলেজের সাবেক অধ্যক্ষ ও কেশবপুর উপজেলার বগা গ্রামের তোফাজ্জেল হোসেনের পুত্র মশিয়ুর রহমান। যশোর বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে দায়ের করা মামলার বিবরণ সুত্রে জানাগেছে কেশবপুর উপজেলার হিজলডাঙ্গা শহীদ ফ্লাইট লে. মাসুদ মেমোরিয়াল কলেজের স্নাতক ও বিএম শাখার অনুমোদন এবং রেজাকাটি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের এমপিও অনুমোদন করিয়ে দেওয়ার কথা বলে যশোর-৬ কেশবপুরের সাবেক এমপি ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার ও তার একান্ত সহযোগী উপজেলার বারুইহাটি গ্রামের (বর্তমান কেশবপুর) আবুবকর সিদ্দিকীর পুত্র আলমগীর সিদ্দিকী টিটো, তার স্ত্রী শামীমা পারভীন রুমা ও উপজেলার মাগুরখালি গ্রামের মৃত সোবহান গাজীর ছেলে রবিউল ইসলাম ৮৪ লাখ ৪৫ হাজার টাকা গ্রহন করে অর্থ আত্নসাৎ করেছেন। ০২/১০/২০২০খ্রি. হতে ০৩/১০/২০২১খ্রি. তারিখ পর্যন্ত তিন দফায় কেশবপুর সরকারি হাসপাতালের পূর্ব পার্শে আলমগীর সিদ্দিক টিটোর বাসায় বসে সাবেক এমপি শাহীন চাকলাদার ও আলমগীর সিদ্দিকী টিটো, তার স্ত্রী শামীমা পারভীন রুমা ও মাগুরখালি গ্রামের রেজাউল ইসলামের উপস্থিতিতে ৮৪ লাখ ৪৫ হাজার টাকা মেশিন দ্বারা গুনে ব্যাগে ঢুকান। পরবর্তীতে ওই টাকা সাবেক এমপি শাহীন চাকলাদার নিয়ে যান। কিন্তু বাদীর সাথে শর্ত ও চুক্তি অনুযায়ী কলেজ ও স্কুলের অনুমোদনের জন্য কোনো কাজ না করে ওই টাকা তারা জালিয়াতি করে আত্মসাৎ করেছেন। ওই সময়ে ছিলো ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের আমল। তাদের কাছে টাকা চাইতে গেলে বিভিন্ন ভাবে হয়রানি মূলক মামলায় জড়িয়ে আদালতে পাঠানোর হুমকি দিতেন। যার কারণে এতো দিন তাদের বিরুদ্ধে মামলা করার সাহস পায়নি মশিয়ুর রহমান। এখন আওয়ামী লীগের ফ্যাসিষ্ট শেখ হাসিনা সরকারের পতন হওয়ার কারণে ন্যায় বিচার পাওয়ার সুযোগ হওয়ায় সাহস করে তাদের বিরুদ্ধে তাই যশোর বিজ্ঞ আমলী আদালতের বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আঞ্জুমান আরা বেগমের আদালতে ০৮/০৭/২০২৫ তারিখে মামলা দাখিল করেছেন। তাদের বিরুদ্ধে অভিযোগ টি আমলে নিয়ে যশোর পি বি আই কে তদন্ত পূর্বক প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীর আইনজীবী তাহমিদ আকাশ রিপন। তবে এই মামলার বিষয়ে অভিযুক্তদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি সকলেই পলাতক থাকার কারণে।