ePaper

‘কেউ কি ইচ্ছে করে হারে?’, জাতির কাছে নাসিরের প্রশ্ন

স্পোর্টস ডেস্ক

আইসিসির ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশ দল আগে থেকেই তলানিতে অবস্থান করছে। সেখান থেকে উন্নতির লক্ষ্যে তারা আফগানিস্তানের বিপক্ষে নেমেছিল। কিন্তু তিন ম্যাচের সিরিজে কোনো পাত্তাই পায়নি মেহেদী হাসান মিরাজের দল। এভাবে ধবলধোলাইয়ের ফলে দর্শকদের রোষানলে পড়েছেন ক্রিকেটাররা। নিকট অতীতে তারা এমন তিক্ত অভিজ্ঞতার মুখে পড়েননি।গতকাল (বুধবার) সন্ধ্যায় আরব আমিরাত থেকে প্রথম বহরের ক্রিকেটাররা দেশে ফিরেছেন। বিমানবন্দর থেকে বের হতেই দর্শকরা তাদের উদ্দেশ্যে ভুয়া ভুয়া স্লোগান দেন। কেউ শুনেছেন দুয়ো, কেউ–বা পরিবারের সামনে হেনস্তার শিকার হয়েছেন। তাওহীদ হৃদয় ও নাঈম শেখদের গাড়ি লক্ষ্য করে সেই তিক্ত অভিজ্ঞতা তুলনামূলক বেশি সময় ধরে স্থায়ী হয়েছিল। পরে এই বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যম নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন নাসির হোসেন। বর্তমানে জাতীয় দলের বাইরে থাকা এই অলরাউন্ডার লিখেছেন, ‘আমরা ক্রিকেট প্লেয়ার, তার থেকেও বড় পরিচয় আমরা মানুষ। রক্ত-মাংসে গড়া মানুষ, কোনো রোবট নই যে অনুভূতি নেই। জিতে গেলে ১৭ কোটি মানুষ আনন্দ পায়, উল্লাস করে, তাহলে হেরে গেলে কেন শুধু ১১ জন কষ্টের দায়ভার বহন করবে?’জাতির সামনে কয়েকটি প্রশ্ন ছুড়ে দিয়েছেন নাসির, ‘জাতির কাছে আমার প্রশ্ন কেউ কি ইচ্ছে করে হেরে যায় বা হারতে চায়? আনন্দ যদি ভাগাভাগি করে নেওয়া যায়, তবে কষ্টের সময় একটু সহানুভূতি কি দেখানো যেতে পারে না? কটুকথা না শুনিয়ে, আত্মবিশ্বাসে আঘাত না করে, মনোবল বৃদ্ধি করা বা জয়ের পথে এগোতে একটু কি উৎসাহ দেওয়া যায় না?’বাংলাদেশ এমন অবস্থা থেকে ঘুরে দাঁড়াবে বলেও বিশ্বাস তার, ‘ইনশা-আল্লাহ আল্লাহ চাইলে আগামীতে আমরাও ভালো করব। হার-জিত তো থাকবেই, এতে করে ভেঙ্গে পড়া যাবে না, আমরা আরও শক্তিশালি হয়ে মোকাবিলা করে দেখিয়ে দিতে চাই, আর চাই ১৭ কোটি মানুষের ভালোবাসা, দোয়া আর সমর্থন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *