ePaper

কুষ্টিয়া নারী শ্যূটারকে সংবর্ধনা দিলেন স্কুল অব লরিয়েট্স ইণ্টারন্যাশনাল

আহসান বিশ্বাস, কুষ্টিয়া

তারুণ্যের উৎসব-২০২৫ শ্যূটিং প্রতিযোগিতা তাম্র পদক প্রাপ্ত নারী শ্যূটারকে সংবর্ধনা দিলেন স্কুল অব লরিয়েট্স ইণ্টারন্যাশনাল। গতকাল শনিবারর সকাল ১০টায় স্কুল অব লরিয়েট্স ইণ্টারন্যাশনালে সংবর্ধনা দেয়া হয়। উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুলের প্রিন্সিপাল আব্দুল খান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা সমাজসেবা অধিদপ্তর উপ-পরিচালক জনাব মো. আব্দুল লতিফ শেখ, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া রাইফেলস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক লাকি মিজান, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তাম্র পদক প্রাপ্তর বাবা মো. আহসান আলী বিশ্বাস এছাড়া আরো উপস্থিত ছিলেন ভাইস প্রিন্সিপাল প্রিতি আরা, সিনিয়র শিক্ষক সুমিত হাসান, মেহেবুব মিরাজ ডেনি, সুজন আলী, মোস্তাফিজুর রহমান, সহকারি শিক্ষক ফারুক আহমেদ, জুবায়ের আলম রাজ, ফাতেমা আক্তার, শাহানুর রহমান, মাসুদ রানা, সুয়াইব ইসলাম। প্রধান অতিথি তার বক্তব্য বলেন স্কুল অব লরিয়েট্স ইণ্টারন্যাশনালে ও কুষ্টিয়ার রাইফেলস ক্লাবের শুটার ইশরাত জাহান কুষ্টিয়ার গর্ব, অর্জন করেছে স্কুলে সুনাম। আমি মনে করি আগামী গেমসে ইসরাত জাহান স্বর্ণপদক অর্জন করবে। প্রধান আলোচক তার বক্তব্যে বলেন শুটিং একটি মানসম্মত খেলা যা প্রত্যেক ছাত্র-ছাত্রী করতে পারবে, যদি কেউ শুটিং করতে চাও তাহলে আমার সঙ্গে যোগাযোগ করলে আমি শুটিং শেখার সহযোগিতা করবো। উক্ত অনুষ্ঠান পরিচালনা করেন সজীবুল ইসলাল ও অন্তরা খাতুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *