ePaper

কুষ্টিয়া জেলা বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল-সমাবশ

আহসান বিশ্বাস, কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় জেলা বিএনপির আহ্বায়ক কমিটিকে বিতর্কিত আখ্যা দিয়ে অবিলম্বে কমিটি বাতিল করে নতুন কমিটি ঘোষণার দাবিতে শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন দলটির ত্যাগী ও পদবঞ্চিত নেতা-কর্মীরা। গতকাল বুধবার দুপুরে শহরের ইসলামিয়া কলেজ থেকে বিক্ষোভ মিছিল বের হয়। পরে মজমপুর রেল গেটে এসে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ থেকে দাবী জানানো হয় বিগত ১৫ বছর আওয়ামী দুঃশাসনে নির্যাতিত নিষ্পেষিত নেতাদের বাদ দিয়ে জেলা বিএনপির আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। যারা এই কমিটিতে পদ পেয়েছেন তাদের দীর্ঘ ১৫ বছর আন্দোলন সংগ্রাম থেকে শুরু করে কোথাও খুঁজে পাওয়া যায়নি। এ কারণে অবিলম্বে আহ্বায়ক কমিটি বাতিল করে দলের ত্যাগী নেতাদের নিয়ে নতুন করে কমিটি গঠনের দাবি জানানো হয় সমাবেশ থেকে। সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শামিমুল হাসান অপু, যুগ্ম সম্পাদক কাজল মজমাদার, আব্দুর রাজ্জাক বাচ্চু, মেজবাউর রহমান পিন্টু, জেলা কৃষক দলের সাবেক সভাপতি গোলাম কোবিরসহ অন্যান্য নেতারা। এর আগে গত সোমবার সকালে স্থানীয় একটি রেস্টুরেন্টে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অবিলম্বে বিতর্কিত কমিটি বাতিল করে নতুন কমিটি গঠনের দাবি জানিয়ে তিন দিনের কর্মসূচি ঘোষণা করেন দলটির পদ বঞ্চিত ও ত্যাগী নেতা কর্মীরা। তিন দিনের এই কর্মসূচির মধ্যে ছিল বুধবার বিক্ষোভ মিছিল ও সমাবেশ। আগামী ১২ জানুয়ারি ঢাকায় বিএনপির কেন্দ্রীয় অফিসের সামনে বিক্ষোভ মিছিল ও অনশন এবং আগামী ১৬ জানুয়ারি কুষ্টিয়ায় অনশন ও বিক্ষোভ সমাবেশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *