ePaper

কুষ্টিয়ায় ডাম্প ট্রাকচাপায় মা-ছেলে নিহত

আহসান বিশ্বাস, কুষ্টিয়া

কুষ্টিয়া শহরতলী ত্রিমোহনী বাইপাস সড়কে বালুবাহী ট্রাকচাপায় শিশুসন্তানসহ মা নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন বাইকচালক ও নিহতের স্বামী আব্দুল সিদ্দিক। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- কুষ্টিয়া শহরের কোর্টপাড়া গোসালা রোডের বাসিন্দা আব্দুল সিদ্দিকের স্ত্রী ইতি খাতুন (৩০) ও শিশু আহনাফ সিদ্দিকী (৩)। আব্দুল সিদ্দিক কর্মসূত্রে বগুড়া থাকতেন। সেখান থেকে ঈদ উদযাপন করতে কুষ্টিয়া শহরে ফিরছিলেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে কুষ্টিয়া হাইওয়ে পুলিশের এস আই জয়দেব জানান, শুক্রবার সকালে কুষ্টিয়া সদর উপজেলার বারখাদা বাইপাস সড়কে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই জনের মৃত্যুর সংবাদ পেয়েছি। ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্ত ছাড়ায় পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত মোটরসাইকেল চালককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর ট্রাকটি দ্রুতগতিতে পালিয়ে যাওয়ায় আটক করতে পারেনি পুলিশ। ঘটনাস্থলের প্রত্যক্ষদর্শী অটো আরোহী মিজানুর বলেন, ‘আমি ভেড়ামারা থেকে অটোরিকশায় কুষ্টিয়া শহরের দিকে যাচ্ছিলাম। বালুবাহী ড্রামট্রাকটি বেপরোয়া গতিতে আমাদের অটো ওভারটেক করে। পরে সামনের মোড়ে এসে দেখি একটি মোটরসাইকেল উল্টে তিনজন রাস্তায় পড়ে আছেন। তাদের মধ্যে একজন নারী ও শিশু মারা গেছেন’। কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক হোসেন ইমাম বলেন, সকালে সড়ক দুর্ঘটনায় সিদ্দিক নামে একজনকে হাসপাতালে জরুরি বিভাগে আনা হয়। তার চিকিৎসা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *