ePaper

কুষ্টিয়ায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

গতকাল সকাল ১০টা থেকে কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান-এর সভাপতিত্বে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলার সম্মানিত পুলিশ সুপার ও আইন-শৃঙ্খলা কমিটির সহ-সভাপতি  মো. মিজানুর রহমান বিশেষভাবে উপস্থিত ছিলেন। সভায় পুলিশ সুপার মহোদয় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন এবং অপরাধ দমনে সংশ্লিষ্ট সকল দপ্তরের আন্তরিক সহযোগিতা কামনা করেন। সভায় সম্পত্তি সংক্রান্ত অপরাধ দমন, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ, মাদক ও চোরাচালান নিরোধ, অনিষ্পন্ন মামলার দ্রুত নিষ্পত্তি, সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণ, মানব পাচার রোধ, শিক্ষা প্রতিষ্ঠানে শৃঙ্খলা বজায় রাখা, সড়কে শৃঙ্খলা আনা এবং ফুটপাত হকারমুক্ত ও দখলমুক্ত রাখাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়। সভায় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *