আহসান বিশ্বাস, কুষ্টিয়া কুষ্টিয়া শহরের রেনউইক চর এলাকায় চুরির অভিযোগে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে নিহত সুরমান খাঁ (৩০) এর মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠিয়েছে। কুষ্টিয়া মডেল থানা পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানায়, এ ঘটনায় জড়িত সন্দেহে নিহতের প্রতিবেশী আব্দুল হাকিম, তার স্ত্রী ও মেয়ে মিতুকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নিহত সুরমান খাঁ পেশায় একজন দিনমজুর এবং স্থানীয় বাসিন্দা আবুল কালামের ছেলে। নিহতের ছোট ভাই সেলিম জানান, মঙ্গলবার দুপুরে প্রতিবেশী আব্দুল হাকিম আমার ভাই সুরমানকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে জানতে পারি, হাকিম ও তার লোকজন মিলে সুরমানকে মারধর করছে। ঘটনাস্থলে গেলে হাকিম জানায়, সুরমান তার বাড়ি থেকে স্বর্ণালঙ্কার চুরি করেছে এবং চুরি করা জিনিস ফেরত দিলেই তাকে ছেড়ে দেবে। সেখানে হাকিমের সঙ্গে কয়েকজন উঠতি বয়সী মাস্তান ছিল, যারা আমাদের হুমকি দিয়ে সেখান থেকে তাড়িয়ে দেয়। নিহতের বড় ভাই আশরাফুল ইসলাম জানান, মঙ্গলবার রাতভর সুরমানকে নির্যাতন করা হয়। সে বারবার বলছিল যে সে চুরি করেনি, কিন্তু কেউ তার কথা শুনছিল না। বুধবারও তাকে আটক করে রাখা হয়। শেষ পর্যন্ত আমরা উপায় না দেখে কুষ্টিয়া মডেল থানায় লিখিত অভিযোগ করি, কিন্তু পুলিশ তাকে উদ্ধারে কোনো পদক্ষেপ নেয়নি। কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোশাররফ হোসেন জানান, রেনউইক চর এলাকায় সুরমান নামের এক যুবককে পিটিয়ে হত্যার পর ঝুলিয়ে রাখার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল সম্পন্ন করেছে। এ ঘটনায় প্রতিবেশী আব্দুল হাকিম, তার স্ত্রী ও মেয়েকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
Related News
কুষ্টিয়ায় বাড়ি থেকে ডেকে নিয়ে বৃদ্ধকে কুপিয়ে হত্যা
- Sahin Alom
- February 17, 2025
- 0
আহসান বিশ্বাস, কুষ্টিয়া।। কুষ্টিয়া সদর উপজেলার কাঞ্চনপুরে এক বৃদ্ধকে হত্যা পর লাশ মাঠে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। নিহত ওই বৃদ্ধের নাম আতিয়ার খাঁ (৬৫)। তিনি […]
কুষ্টিয়া নারী চিকিৎসককে পিটিয়ে পুলিশে দিলো বিক্ষুব্ধ জনতা
- Sahin Alom
- May 7, 2025
- 0
আহসান বিশ্বাস, কুষ্টিয়া কুষ্টিয়ায় শারমিন সুলতানা নামের এক চিকিৎসকের বিরুদ্ধে সরকারি চাকরি, ঘর, জমি, ভাতা দেওয়াসহ বিভিন্ন প্রলোভনে অর্ধ শতাধিক ব্যক্তির কাছ থেকে প্রায় ৫০ […]
কুষ্টিয়ায় পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার
- Sahin Alom
- February 26, 2025
- 0
আহসান বিশ্বাস, কুষ্টিয়া কুষ্টিয়ার মিরপুরে নিজ বাসা থেকে এক পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বেলা ১০টার সময় মিরপুর উপজেলার সদরপুর ইউনিয়নের কাতলামারী […]