ePaper

কুষ্টিয়ায় গাড়ি চাপায় স্কুল ছাত্র নিহত

আহসান বিশ্বাস, কুষ্টিয়া

ঘন কুয়াসা মাটির ধুলা রাস্তায় ইট বোঝাই ট্রলির চাপা পড়ে মোটর সাইকেল আরহী দশম শ্রেণির এক ছাত্র নিহত হয়েছে। শনিবার সকাল ৯টার দিকে কুষ্টিয়ার খোকসার আমবাড়িয়া ইউনিয়নের ধোকড়াকোল কুঠিপাড়ায় পদ্মানদীর কোলে মাটির রাস্তায় এ দুর্ঘনা ঘটে। নিহত স্কুল ছাত্রের নাম অনিক (১৬)। সে কুমারখালী উপজেলার চর ভবানীপুর গ্রামের জাফর আলীর একমাত্র ছেলে। সে স্থানীয় চর ভবানীপুর মাধ্যমিক বিদ্যালয়ের ১০ শ্রেণির ছাত্র ছিল। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ঘন কুয়াসা ছিল। কাছের মানুষটিকেও দেখা যাচ্ছিল না। পদ্মা নদীর কোল পাড়ি দিয়ে ডাঙ্গায় উঠছিল ইট বোঝাই করা এক ট্রলি। ইটের গাড়ি ওভারটেক করে আগে উপরে ওঠার চেষ্টা করছিল মোটর সাইকেল চালক। আর তখনই ঘটে দুর্ঘটনা। ঘটনা স্থলেই মারা যায় মোটর সাইকেল চালক স্কুল ছাত্র অনিক। নিহত স্কুল ছাত্রের চাচা লিটন আলী জানান, অনিক তার বন্ধুকে নিয়ে খোকসা উপজেলার আমবাড়িয়া গ্রামে নানা বাড়ি থেকে টাকা আনতে যাচ্ছিল। ধোকড়াকোল কুঠিপাড়ায় পদ্মানদী কোল পাড়ি দিয়ে নিচে থেকে উপরে রাস্তায় ওঠার সময় স্যালো মেশিনের ইঞ্জিন চালিত ইট বোঝাই বাটাহাম্বার গাড়ি তাকে পেছন থেকে ধাকা দেয়। মাথায় আঘাত লেগে অনিক ঘটনা স্থলেই মারা যায়। পরে তার মৃতদেহ উদ্ধার করে বাড়িতে নেওয়া হয়। নিহতের অপর সঙ্গী মাসুম কে বাড়িতেই চিকিৎসা দেওয়া হচ্ছে। খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মইনুল ইসলাম জানান, ইট বোঝায় বাটাহাম্বার ধাক্কায় ঘটনা স্থলে স্কুলছাত্র অনিকের মৃত্যু হয়েছে বলে জানতে পেরেছি। এখন পর্যন্ত থানায় কোন অভিযোগ আসেনি। লাশ নিহতের বাড়িতে নিয়ে গেছে আত্মীয়স্বজনরা। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *