আল আমিন,কুষ্টিয়া
কুষ্টিয়ায় উপজেলা পর্যায়ে আধুনিক ভূমি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন কুষ্টিয়া জেলার মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আবু হাসনাত মোহাম্মদ আরেফীন। প্রশিক্ষণে অংশগ্রহণ করেন কুষ্টিয়া জেলার কুষ্টিয়া সদর, কুমারখালী ও খোকসা উপজেলা ভূমি অফিস এবং আওতাধীন ইউনিয়ন ভূমি অফিসে কর্মরত কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “ভূমি ব্যবস্থাপনাকে আধুনিক ও জনগণবান্ধব করতে প্রযুক্তিনির্ভর পদক্ষেপ অত্যন্ত জরুরি। মাঠ প্রশাসনের কর্মকর্তাদের এই প্রশিক্ষণ ভবিষ্যতে সেবা প্রদানে আরও গতি আনবে।” অনুষ্ঠানে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি) ও সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। প্রশিক্ষণে আধুনিক ভূমি তথ্য ব্যবস্থাপনা, ডিজিটাল রেকর্ড সংরক্ষণ, অনলাইন নামজারি ও ভূমি সেবা ডিজিটালাইজেশনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
