ePaper

কুমিল্লায় মা-মেয়ে হত্যায় সন্দেহভাজন কবিরাজ আটক

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) লোক প্রশাসন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সুমাইয়া আফরিন ও তার মা তাহমিন বেগমকে হত্যার ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। আটক ব্যক্তির নাম আব্দুর রব (৭৩)। বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১১ সিপিসি-২ এর কুমিল্লা কোম্পানি অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম। আব্দুর রব পেশায় কবিরাজ। তার বাড়ি নাঙ্গলকোট উপজেলায়। নিহতের সঙ্গে সবর্শেষ যোগাযোগ হয়েছিল আব্দুর রবের। র‌্যাব-১১ সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম বলেন, সন্দেহভাজন একজনকে নাঙ্গলকোট থেকে দুপুরে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ শেষে কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হচ্ছে। তিনি বলেন, কবিরাজ আব্দুর রবের কাছে পরামর্শের জন্য নিহত দুইজন কয়েকদিন আগে নাঙ্গলকোট গিয়েছিলেন। সর্বশেষ ওই কবিরাজের সঙ্গেই নিহত তাহমিন বেগমের যোগাযোগ হয়। গতকাল সোমবার সকালে কুমিল্লার কালিয়াজুরিতে নিজ বাসা থেকে লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী সুমাইয়া আফরিন ও তার মা তাহমিন বেগমের মরদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। এ ঘটনায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কক্ষে তালা দিয়েছেন। বিক্ষোভ করেছেন পুলিশ সুপার কার্যালয় ও কান্দিরপাড় পূবালী চত্বরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *