বুরহান খান, কিশোরগঞ্জ
কিশোরগঞ্জ শহরের অভিজাত এলাকা খরমপট্রি বেগম রোকেয়া সড়কের চৌধুরী গলি থেকে এক প্রাথমিক বিদ্যালয় শিক্ষকের বাসায় চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী শিক্ষক শিবলু নোমানী, কড়িয়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তিনি জানান, গত ১ সেপ্টেম্বর সকালে তার মা গ্রামের বাড়িতে চলে যান এবং তিনি স্কুলে ডিউটিতে ছিলেন। ওই সময় খালি বাসায় সুযোগ বুঝে চোরেরা এডজাস্টমেন্ট ফ্যান ভেঙে ভেতরে প্রবেশ করে। চোরেরা ঘরে ঢুকে আলমারি ভেঙে প্রায় ১৫ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ৬০ হাজার টাকা নিয়ে যায়। বাসায় ফিরে এসে তিনি ভাঙা আলমারি ও এলোমেলো ঘরের জিনিসপত্র দেখতে পান। শিক্ষক শিবলু নোমানী বলেন, “চুরির ঘটনায় আমি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি। সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, যেন আমার মালামাল উদ্ধার করে ফিরিয়ে দেওয়া হয়।” এ ঘটনায় কিশোরগঞ্জ মডেল থানা পুলিশকে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। কিন্তু এখনো পুলিশ চুরকে শনাক্ত করতে পারি নি, চুরি হওয়া মাল ফেরত পেতে সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন অসহায় শিক্ষকের পরিবার।
