ePaper

কিশোরগঞ্জে যুব উন্নয়ন পরিষদের জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন

কিশোরগঞ্জ প্রতিনিধি

জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে কিশোরগঞ্জে যুব উন্নয়ন পরিষদ বিভিন্ন কর্মসূচীর আয়োজন করে সংগঠনটি। জেলা সদরের মহিনন্দ ইউনিয়নের গোয়ালাপাড়াস্থ স্বেচ্ছাসেবী যুব সংস্থা যুব উন্নয়ন পরিষদের আয়োজনে মংগলবার সকালে পরিস্কার পরিচ্ছন্নাতা অভিযান পরিচালনা করা হয়। পরে “প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি”প্রতিপাদ্যকে সামনে রেখে আলোচনাসভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন মহিনন্দ ইউনিয়নের ৩ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক বাবুল। বিশেষ অতিথি ছিলেন ইউপি সদস্য কামাল উদ্দিন। কিশোরগঞ্জ যুব উন্নয়ন পরিষদের প্রতিষ্ঠাতা ও সভাপতি আমিনুল হক সাদীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কৃষক পার্টনার স্কুলের সভাপতি মাহবুব আলম, সাধারণ সম্পাদক স্বাধীন মিয়া, কোষাধ্যক্ষ মাসুদ মিয়া, কৃষক কালাম মিয়া, যুব উন্নয়ন পরিষদের কোষাধ্যক্ষ মো. রিয়াদ হোসাইন, শিক্ষার্থী মুস্তাফিজুর রহমান প্রমুখ। এ সময় মহিনন্দ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পরিষদ ও পাঠাগারের সহযোগিতায় যুব উন্নয়ন পরিষদের আয়োজিত জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবসের অনুষ্ঠানে সংগঠন সমূহের দায়িত্বশীলগণ ছাড়াও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *