আমিন সাদি, কিশোরগঞ্জ
কিশোরগঞ্জে পবিত্র আশুরার গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সারাবিশ্বের সাথে কিশোরগঞ্জেও যথাযোগ্য মর্যাদায় ইসলামিক ফাউণ্ডেশন কিশোরগঞ্জ জেলা শাখার আয়োজনে আলোচনা সভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন ইফার উপপরিচালক মুহাম্মদ মহসিন খান। বিশেষ আলোচক ছিলেন ইফার ফিল্ড অফিসার ড.মাও. কামরুল হাসান। ইফার সদর উপজেলার ফিল্ড সুপার ভাইজার শফিকুল আলম সারোয়ারের পরিচালনায় অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন ইফার করিমগঞ্জ উপজেলার ফিল্ড সুপার ভাইজার হাফেজ মাও একেএম মস্তোফা কামাল, মডেল কেয়ারটেকার হাফেজ মাও মাসুম বিল্লাহ, সাধারণ কেয়ারটেকার মাও সাদেকুজ্জামান খন্দকার, হাফেজ মাও হুমায়ুন কবির মিল্লাতী, মাও জসিম উদ্দিন প্রমুখ। পরে বিশেষ দুয়া করা হয়। এ সময় ইফার কর্মকর্তা কর্মচারী, শিক্ষক, বিভিন্ন মসজিদের ইমাম ও খতিবগণ উপস্থিত ছিলেন।