ePaper

কিশোরগঞ্জে জমি নিয়ে বিরোধে নারীকে পিটিয়ে আহত থানায় অভিযোগ

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার তালজাঙ্গা গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে এক নারীকে ঘরে ঢুকে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। গত শুক্রবার সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে। আহত মমতা আক্তার (৩৬) বর্তমানে কিশোরগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার পর আহতের স্বামী মো. শামীম মিয়া (৫৬) বাদী হয়ে সাতজনের নাম উল্লেখ করে তাড়াইল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তরা হলেনÑ মো. মস্তুফা মিয়া (৪০), মো. শাহজাহান মিয়া (৪২), পিয়াস মিয়া (১৮), নিয়াশা আক্তার (৩৫), তানিয়া আক্তার (৩০), অনুফা (৪০) ও মাকদুম মিয়া (১৮)। অভিযোগে বলা হয়, পারিবারিক জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল দুই পক্ষের মধ্যে। ঘটনার দিন সকালে সুপারি পাড়াকে কেন্দ্র করে বাকবিতণ্ডার এক পর্যায়ে অভিযুক্তরা অস্ত্র নিয়ে মমতা আক্তারের বাড়িতে ঢুকে বুকে, পায়ে ও রানে লাঠি দিয়ে আঘাত করে গুরুতর জখম করে। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে উদ্ধার করে প্রথমে তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে তাকে কিশোরগঞ্জ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। আহতের স্বামী শামীম মিয়া অভিযোগ করে বলেন, “আমি পেশায় রিকশাচালক। প্রভাবশালী প্রতিপক্ষরা আমাদের জমি দখলের চেষ্টা করছে। স্ত্রীকে পিটিয়ে আহত করার পরও তারা এখনো হুমকি দিচ্ছে। আমরা চরম নিরাপত্তাহীনতায় আছি।” তবে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা অভিযোগ অস্বীকার করে বলেন, “আমরা কারও ওপর হামলা করিনি। এ বিষয়ে তাড়াইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাব্বির রহমান জানান, “লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে ঘটনার সত্যতা মিললে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *