কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি
গোপালগঞ্জ জেলার কাশিয়ানীতে এক যুবক খুন হয়েছে। গতকাল রোববার সকালে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মর্গে পঠিয়েছ। জানা গেছে, কাশিয়ানী উপজেলার খায়েরহাট গ্রামের দাউদ শিকদারের ছেলে মো. ওবাইদুর রহমান শিকদার (২৮) শুক্রবার জুম্মার নামাজ শেষে নিখোঁজ হয়। পরিবারের সাথে মোবাইলসহ সকল প্রকার যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরিবারের লোকজন তাকে খুজেঁ পাচ্ছিলো না। রোবাবার সকালে উপজেলার সাজাইল ইউনিয়নের হরিদাসপুর গ্রামে তার ভগ্নিপতি রুবেলের বাড়ির অদুরেই একটি রাস্তার নিচেয় স্থানীয় লোকজন ওবাইদুরের মরদেহ দেখতে পেয়ে থানা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে সুরতহাল রির্পোট শেষে গোপালগঞ্জ মর্গে পাঠায়। সুরাতহাল প্রস্তুতকারি ইন্সেপেক্টার তদন্ত মো. তমিজউদ্দিন জানান নিহতের শরীরের বিভিন্ন স্থানে আগাতের চিহ্ন পাওয়া গেছে। নিহতের পরিবারে দাবী আজ্ঞাত খুনিরা তাকে খুন করে লাশ ফেলে রেখে গেছে। কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ মো. কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খুনের মোটিভ এবং কারা এই হত্যাকান্ডের সাথে জড়িত আছে সেই হত্যাকারীদের গ্রেফতার করতে পুলিশ মাঠে নেমেছে। খুব তাড়াতাড়ি হত্যাকান্ডের রহস্য উম্মোচন হবে। অপরাধিদের আইনের আওতায় আনা হবে।
