ePaper

কাশিমপুর-জিরানী সড়কের বেহাল দশা শিক্ষার্থী ও শ্রমিকদের চরম ভোগান্তি

ইউসুফ আহমেদ তুষার, কাশিমপুর

গাজীপুরের কাশিমপুর থেকে জিরানী পর্যন্ত আঞ্চলিক সড়কটির বেহাল দশায় নিত্যদিন দুর্ভোগ পোহাচ্ছেন স্কুলপড়ুয়া শিক্ষার্থী, শ্রমিক ও সাধারণ মানুষ। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় সড়কটি এখন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সরেজমিনে গিয়ে দেখা গেছে, সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। বর্ষায় সেই গর্তগুলোতে পানি জমে ছোট ছোট পুকুরে রূপ নেয়। এ অবস্থায় শিক্ষার্থীরা স্কুলে যেতে এবং শ্রমিকরা কারখানায় পৌঁছাতে প্রতিদিন চরম ভোগান্তির শিকার হচ্ছেন। অনেক সময় গাড়ি উল্টে দুর্ঘটনাও ঘটছে। স্থানীয়দের অভিযোগ, সড়ক সংস্কারের জন্য একাধিকবার দাবি জানানো হলেও সাবেকদেব দের অসহযোগিতার কারণে সময়মতো সংস্কারকাজ শুরু হয়নি। ফলে দিনের পর দিন ভাঙাচোড়া সড়ক দিয়ে বাধ্য হয়ে ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে সবাইকে। কাশিমপুর এলাকার এক শিক্ষার্থী বলেন, “প্রতিদিন স্কুলে যেতে কাদা-মাটি মাড়িয়ে যেতে হয়। বৃষ্টি হলে কাদায় জুতাও ডুবে যায়। অনেক সময় পড়ে গিয়ে কাপড়চোপড় নোংরা হয়।” একজন শ্রমিক জানান, “আমাদের প্রতিদিন সময় নষ্ট হয়। কখনও কখনও গাড়ি নষ্ট হয়। অনেক শ্রমিক সময়মতো কাজে পৌঁছাতে পারে না, এতে ক্ষতি হয়।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *