ইউসুফ আহমেদ তুষার,কাশিমপুর কোনাবাড়ী প্রতিনিধি
গাজীপুর মহানগরীর কাশিমপুরে পৃথক দুটি ঘটনায় রাষ্ট্রবিরোধী কার্যক্রমে জড়িত থাকার অভিযোগ এবং চোরাই যানবাহন ঘটনায় মোট তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানায়, নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের রাষ্ট্রবিরোধী কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে মোঃ কামাল হোসেন (৩১) নামের এক যুবককে গ্রেফতার করা হয়েছে। তিনি কাশিমপুর থানার পশ্চিম শৈলডুবী এলাকার বাসিন্দা। মামলার বিবরণে জানা যায়, গত ১৪ আগস্ট রাতে গোপন সংবাদের ভিত্তিতে কাশিমপুর থানাধীন লতিফপুরের খান কলোনী এলাকায় অভিযান চালানো হলে অভিযুক্তরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরবর্তীতে তদন্তে প্রাপ্ত তথ্য-উপাত্তের ভিত্তিতে শনিবার (১৭ জানুয়ারি) রাত আনুমানিক ১০টার দিকে পশ্চিম শৈলডুবী এলাকা থেকে মোঃ কামাল হোসেনকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় কাশিমপুর থানায় রাষ্ট্রবিরোধী কার্যক্রম ও অপপ্রচারের অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার সুষ্ঠু তদন্ত, ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের শনাক্ত এবং নেপথ্যের তথ্য উদঘাটনের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামিকে ৭ দিনের পুলিশ রিমান্ড চেয়ে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
অপর ঘটনায়, কাশিমপুর থানার জিরানী বাজার এলাকায় ঢাকা–টাঙ্গাইল মহাসড়কে অভিযান চালিয়ে চোরাই একটি ব্যাটারিচালিত মিশুকসহ দুইজনকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন মোঃ আল আমিন (৩১) ও মোঃ আলী হোসেন (৪২)। পুলিশ জানায়, গত ১৭ জানুয়ারি সকালে টহলরত পুলিশের উপস্থিতি টের পেয়ে একটি মিশুক রেখে পালানোর চেষ্টা করলে ঘটনাস্থল থেকেই তাদের আটক করা হয়।পুলিশের জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা মিশুকটির বৈধ মালিকানা সংক্রান্ত কোনো কাগজপত্র দেখাতে ব্যর্থ হলে গাড়িটি জব্দ করা হয়। জব্দকৃত ব্যাটারিচালিত মিশুকটির আনুমানিক বাজারমূল্য ১ লাখ ২০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ। পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত মোঃ আলী হোসেনের বিরুদ্ধে রংপুর জেলার পীরগঞ্জ থানায় চুরির মামলায় পূর্বেও সন্দেহভাজন হিসেবে তদন্ত চলমান রয়েছে। উভয় ঘটনায় পৃথক মামলা দায়ের করে গ্রেফতারকৃত তিনজনকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, কাশিমপুর এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
