ইউসুফ আহমেদ তুষার, কাশিমপুর কোনাবাড়ী প্রতিনিধি
গাজীপুরের কাশিমপুরে সেনাবাহিনী ও পুলিশের পৃথক দুটি অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক কারবারি এবং ১২ বছরের এক শিশু বাচ্চাকে বলাৎকারের অভিযোগে ইমদাদুল ইসলাম (৫০) নামের স্থানীয় এক মসজিদের ইমামকে আটক করা হয়েছে। রবিবার(২৩ নভেম্বর) গভীর রাতে মহানগরীর কাশিমপুরের ৩ নং ওয়ার্ডের এনায়েতপুর এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
এসময় আর্মি টহল টিম সন্দেহজনকভাবে চলাফেরা করা এক মাদকাসক্ত ব্যক্তিকে থামিয়ে জিজ্ঞাসাবাদ করলে তিনি স্থানীয় মাদক সরবরাহকারী ও চক্রের অবস্থান সম্পর্কে তথ্য প্রদান করেন।
পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে প্রথমে কাশিমপুরের কুখ্যাত ইয়াবা ডিলার আরিফ হোসেন ওরফে কসাই আরিফ এর মাদকের আড্ডায় অভিযান চালানো হয়। এসময় সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে মোঃ রুবেল আলম (৪০) নামের এক সহযোগীকে আটক করা হয়। তার কাছ থেকে ৫,৯৯৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়।পরবর্তীতে রুবেলের দেওয়া তথ্য অনুযায়ী একই এলাকার আরেক মাদক ব্যবসায়ী মোঃ রাজু আহমেদ (৩২)-কে আটক করে টহল টিম। তার কাছ থেকে ২,৩০৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসময় মোট ৮,৩০০ পিস ইয়াবা উদ্ধারসহ দুইজনকে আটক করা হয়।এসময় অভিযানে নেতৃত্ব দেন মৌচাক আর্মি ক্যাম্পের কর্মকর্তা মেজর ইব্রাহীম আব্দুল্লাহ আসাদ। আটক ব্যক্তিরা এবং উদ্ধারকৃত ইয়াবা পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কাশিমপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করে। অপরদিকে একই ওয়ার্ডের এনায়েতপুরের সবুজ কানন এলাকায় ১২ বছরের শিশু বাচ্চাকে বলাৎকারের অভিযোগে স্থানীয় একটি মসজিদের ইমামকে আটক করে এলাকাবাসী। পরে স্থানীয় এলাকাবাসী থানা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে ইমদাদুল ইসলাম নামের এক ইমামকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। এবিষয়ে কাশিমপুর থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান জানান, সেনাবাহিনীর অভিযানে দুই মাদক কারবারি ও বলাৎকারের অভিযোগে স্থানীয় এক ইমামকে আটক করা হয়েছে। পরে আজ তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।
