ইউসুফ আহমেদ তুষার
কাশিমপুর থানা সূত্রে জানা যায়, এসআই(নিঃ)/মঞ্জুরুল ইসলাম সংগীয় ফোর্সসহ থানা এলাকায় মোবাইল-৪ নাইট ডিউটি করাকালীন কাশিমপুর থানাধীন সুরাবাড়ী দত্তমার্কেট এলাকায় অবস্থানকালে ইং-০৮/০৪/২০২৫ ইং তারিখ রাত ০১.৪৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানিতে পারেন যে, জিএমপি কাশিমপুর থানাধীন সুরাবাড়ী মধ্যপাড়া সাকিনস্থ শাহজাহান ভূইয়া মেমোরিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দক্ষিন পাশে ফাঁকা জায়গায় কতিপয় ডাকাতদল ডাকাতি করার উদ্দেশ্যে সমবেত হইয়া ডাকাতির প্রস্তুতি গ্রহন করে পরিকল্পনা ও শলাপরামর্শে লিপ্ত হয়েছে। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করিয়া সঙ্গীয় ফোর্স সহ কিছু স্থানীয় লোকজনদের নিয়ে ঘটনা সত্যতা যাচাইয়ের লক্ষ্যে ইং-০৮/০৪/২০২৫ তারিখ রাত ০২.০৫ ঘটিকার সময় বর্নিত ঘটনাস্থলে উপস্থিত হয়ে কতিপয় লোকজনদের উক্ত স্থানে অবস্থানরত দেখতে পায়। তখন সঙ্গীয় ফোর্স ও স্থানীয় লোকজন সহ দুই দিক থেকে ঘেরাও করিলে পুলিশের উপস্থিতি টের পাইয়া ডাকাতরা পালানোর চেষ্টাকালে সঙ্গীয় ফোর্স ও স্থানীয় লোকজনের সহায়তায় তাদেরকে গ্রেফতার করে। গ্রেফতারের পর ১ জন পলাতক সহ অজ্ঞাতনামা ৮-৯ জন করে মামলা দায়ের করে কাশিমপুর থানা পুলিশ। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন-মো. মনির হোসেন (৪২), মো. সাইফুল ইসলাম (৩০) ও পলাতক আসামী ইমরান (২০) এ সময় তাদের কাছ থেকে একটি লোহার ছুরি, একটি স্টিলের চাপাত, ০১টি মটর সাইকেল উদ্ধার করা হয়। থানা সূত্রে আরও জানা যায়, গ্রেপ্তারকৃত ব্যক্তিরা পেশাদার সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য। ডাকাতি করতে তারা দেশি অস্ত্রসহ ওই এলাকায় একত্র হয়েছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। গ্রেফতারকৃত আসামী দ্বয়কে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হইয়াছে।