ইউসুফ আহমেদ তুষার, কাশিমপুর
গাজীপুর মহানগরের কাশিমপুর থানার সারদাগঞ্জ এলাকায় পারিবারিক কবরস্থান দখলের অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধে। ঘটনাটি নিয়ে মানববন্ধন করে ভুক্তভোগী পরিবার। অভিযোগ সূত্রে জানা যায়, কাশিমপুর থানার সারদাগঞ্জ পশ্চিমপাড়ার বাসিন্দা মো. রমজান আলী রনজু (৫৬) দীর্ঘদিন ধরে তাদের পারিবারিক কবরস্থানে পূর্বপুরুষদের কবর রক্ষণাবেক্ষণ করে আসছেন। জমিটি তার পিতা মো. হাছেন আলী ১৯৫৮ সালে দুইটি সাফ কবলা রেজিস্ট্রি দলিলের মাধ্যমে ক্রয় করে নামজারি, খাজনা পরিশোধ এবং সীমানা নির্ধারণ করে দখলে ছিলেন। জমির একাংশ বিক্রয় করার পর অবশিষ্ট ১ শতাংশ জমিতে এলাকাবাসীর সম্মতিক্রমে পারিবারিক কবরস্থান স্থাপন করা হয়। সেখানে রমজানের মা, নানা-নানি, খালা এবং বিবাদী নূর মোহাম্মদের দাদা-দাদিসহ পরিবারের অন্যান্য সদস্যদের কবর রয়েছে। মো. রমজান আলীর অভিযোগ, প্রতিবেশী নূর মোহাম্মদ নূরু, মো. রেজাউল করিম, মামুন রেজা জ্যাকি সহ অজ্ঞাত আরও ৪-৫ জন গত ১ জুলাই ২০২৫, দুপুর ১টার দিকে পূর্ব পরিকল্পিতভাবে উক্ত কবরস্থানে প্রবেশ করে কবর ভাঙার চেষ্টা চালায় এবং সেখানে বাউন্ডারি ওয়াল নির্মাণ শুরু করে। বিষয়টি জানার পর রমজান আলীর উপস্থিত হয়ে বাধা দিতে গেলে তাকে অশ্লীল ভাষায় গালিগালাজ ও মারধরের হুমকি দেওয়া হয়। এমনকি তার পরিবার ও আত্মীয়দের বিরুদ্ধে মিথ্যা মামলার ভয়ও দেখানো হয়। ঘটনার পর ভুক্তভোগী কাশিমপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। উল্লেখ্য, এ বিষয়ে ইতিপূর্বে আদালতে একটি মোকদ্দমাও (নং-১০৮০/২০২৪) বিচারাধীন রয়েছে, যেখানে আদালত দুই পক্ষকে শান্তি বজায় রাখতে নির্দেশ দিয়েছিলেন। ভুক্তভোগীর দাবি, অভিযুক্তরা আদালতের আদেশ অমান্য করে আইন-শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপে লিপ্ত হয়েছেন। স্থানীয়রা জানান, উক্ত জমি নিয়ে দীর্ঘদিন ধরেই বিরোধ চলছিল। তবে এটি একটি পারিবারিক কবরস্থান হওয়ায় এ ধরনের ঘটনা দুঃখজনক এবং জনমনে ক্ষোভের সৃষ্টি করেছে। এ বিষয়ে কাশিমপুর থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগ তদন্তাধীন রয়েছে, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।