ePaper

কালিগঞ্জ থেকে ভেটখালী পর্যন্ত রাস্তা প্রশস্তন করার দাবিতে মানববন্ধন

রবিউল ইসলাম শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার শ্যামনগরে কালিগঞ্জ থেকে ভেটখালী পর্যন্ত রাস্তা ২৪ ফুট থেকে ৩৪ ফুট পর্যন্ত প্রশস্ত করার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল বুধবার সকালে উপজেলা প্রেসক্লাবের সামনে শ্যামনগরের সর্বস্তরের জনগণ এ কর্মসূচি পালন করে।এতে বক্তব্য রাখেন খাঁন আব্দুস সালাম, পল্লী চিকিৎসক গ,ম, আব্দুস সালাম, প্রভাষক মাহবুব আলম, প্রভাষক মনির“জ্জামান বিপ্লব, মো: মনিরুল ইসলাম, ঠিকাদার মো: জাবের হোসেন, পল্লী চিকিৎসক মো: ফারুক হোসেন, শেখ জাকির হোসেন প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, সওজ ও জনপদ বিভাগ রাস্তার দুই পাশের সকল অবৈধ স্পনা উচ্ছেদ করেছে তাহলে এই জন গুরুত্বপূর্ন রাস্তাটি কেন ৩৪ ফুটের পরিবর্তে ২৪ করা ফুট হবে? এই বৈষম্য আমরা মানতে পারিনা। তাদের দাবি না মানলে সাধারণ মানুষকে সাথে নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুশিয়ারী দেন বক্তারা। এসময় স্বেছাসেবী সংঘঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন বেসরকারি সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *